বাংলার খবর
খুন হয়নি আনিস খান, দাবি SIT-এর চার্জশিটে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: খুন হননি আনিস খান। রাজ্য পুলিশের SIT-এর চার্জশিটের পেশ করা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। আনিস খানের পরিবারের দাবি খারিজ করে দেওয়া হয়েছে এই চার্জশিটে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, হাওড়া আমতার ছাত্রনেতা আনিসের মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়েই। অবশ্য পুলিশের গাফিলতির কথাও মেনে নেওয়া হয়েছে এই চার্জশিট রিপোর্টে।
জানা গিয়েছে, সোমবার উলুবেড়িয়া আদালতে আনিস খান মৃত্যু মামলায় (Anis Khan Case) চার্জশিট পেশ করে তদন্তকারী SIT। পুলিশের হানার পরই ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। যদিও এই তথ্য মানতে নারাজ তাঁর পরিবার।
বাবা সালেম খানের দাবি, পুলিশই হত্যা করেছে তাঁর ছেলেকে। ফলে রাজ্য সরকারের গঠিত SIT-এর তদন্তে ভরসা নেই তাঁর। CBI তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার। শুধু তাই নয়, আনিস খানের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন: আনিস খান হত্যাকাণ্ডে CBI-তে ভরসা নেই! SIT-এর তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
আনিস খানের পরিবারের অভিযোগ, “চারমাস হয়ে গিয়েছে সিট কিছু করেনি। পুলিশ মেরে ফেলে দিয়ে গেল, সিট কিছু তথ্যই দেয়নি। বিচারব্যবস্থা যদি ঠিক থাকত, সিট যদি ঠিক থাকত তাহলে এরা কী করে জামিন পেয়ে গেল? সিবিআই না হলে আনিস খুনের আসামি ধরা পড়বে না।” এর আগে আমতার ছাত্রনেতার রহস্যমৃত্যু মামলায় বড় রায়দান করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই মামলায় সিটের (SIT) তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত মার্চ মাসের ১৮ তারিখ নিজের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের। পরিবারের লোকজনের অভিযোগ আমতা থানার পুলিশ তাদের ছেলেকে খুন করেছে। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য।
আরও পড়ুন: আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের রিপোর্ট নিয়ে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর
আনিস খানের পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করেন। এরপর রাজ্য সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে। যদিও পরিবারের লোকেরা নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টে মামলা করে। হাইকোর্টও সিট-এর ওপর তদন্তের ভার দেয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিটের তদন্তের কথা বলেন। যদিও এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়।