বৃষ্টি যখনই হয়েছে বিরোধিরা ধরাশায়ী হয়ে গিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
Connect with us

বাংলার খবর

বৃষ্টি যখনই হয়েছে বিরোধিরা ধরাশায়ী হয়ে গিয়েছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা আবহে টানা দু’বছর ভার্চুয়াল সভা করার পর অবশেষে ২০২২ সালে এসে অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের অফলাইন শহিদ দিবসের অনুষ্ঠান। আজ সব পথ ধর্মতলামুখী। বৃষ্টির মধ্যেও ধর্মতলা চত্বরে জনসমুদ্র। বৃষ্টি ভিজেই এদিন কর্মীদের বার্তা দিতে মঞ্চে উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের মঞ্চে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”বৃষ্টি আমাদের কাছে শুভ। একুশ মানে চলার আশা, একুশ মানে নতুন ভাবে চলার দিশা। এবারের একুশে সর্বকালীন রেকর্ড। এই তৃণমূলে মিরজাফররা নেই, এই তৃণমূলে গদ্দাররা, ধান্দাবাজরা নেই। তৃণমূল করলে মানুষকে প্রাধ্যান্য দিতে হবে। হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন। তৃণমূল মানে নিজের করে খাওয়ার জায়গা নই। নির্ভয়ে, নির্লোভে তৃণমূল করতে হবে”।

আরও পড়ুন: Big Breaking: একুশের মহানগরে বরুণ গান্ধী মানেকা গান্ধী, TMC যোগের জল্পনা তুঙ্গে

Advertisement

তিনি আরও বলেন, ”এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো, যত তাতাবে, যত পোড়াবে, ততই শক্ত হবে। বিজেপিরা বলেছিল ২০০ পার করবে। মোদি-শাহের অশ্বমেধ ঘোড়া বেঁধেছে বাংলা। প্রধানমন্ত্রীর নামে প্রকল্প হবে না। বাংলায় রাজ্যের নামেই প্রকল্প হবে। বাইরের লোকসভাতেও তৃণমূল লড়বে”।

আরও পড়ুন: শহিদ দিবস ২০২২: অফলাইন শহিদ দিবসে যোগ দিতে লোকেলোকারণ্য ধর্মতলা

উল্লেখ্য, একুশে জুলাইয়ের সভার সাফল্যকে প্রচারের থেকে ঘুরিয়ে দিতে ইডিকে আজকেই সোনিয়া গান্ধীকে ডাকতে হল। আজকেই রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ করতে হল। এদিনের মঞ্চ থেকে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।  তিনি আরও বলেন, ”চিন অনুপ্রবেশ করছে। সংসদে আলোচনা করতে দিচ্ছে না। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বিরোধীদের আলোচনায় বাধা দিচ্ছে মোদি সরকার”।

Advertisement