মহানগর
শরীর ভালো নেই! CBI হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাসপাতাল থেকে ছাড়া পেয়েও কিছুতেই যেন স্বস্তি মিলছে না বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। গরু পাচারকান্ডের পর এবার ভোট পরবর্তী হিংসা মামলায় রবিবার দুপুর ২.৩০’টের সময় CGO কমপ্লেক্সে তলব করা হল তাঁকে। যদিও শারীরিক অসুস্থতার কারণে আজও তিনি হাজিরা দিতে পারবেন না বলে আইনজীবী মারফৎ মেইল করে জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল।
জানা গিয়েছে, CBI যদি মনে করে প্রয়োজনে তাঁকে বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। এই বিষয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। যদিও অসুস্থ অনুব্রতকে এই মুহুর্তে ১ মাসের বিশ্রামে থাকতে বলেছে SSKM-এর চিকিৎসকরা। আর তার মধ্যেই গরু পাচারের পর এবার ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর CBI তলব নিয়ে মুখ খুলেছে TMC।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে CBI তলব, নিজাম প্যালেস হাজিরার নির্দেশ
এই বিষয়ে তৃণমূলের তরফে অভিযোগ করে বলা হয়েছে যে, ”রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বারবার অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করা হচ্ছে।” যদিও বারবার এভাবে অনুব্রত মণ্ডলের CBI হাজিরা এড়ানো নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP। রবিবার অনুব্রতর CGO কমপ্লেক্সে CBI তলব নিয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”উনি নিশ্চয় কিছু করেছেন। না হলে সিবিআই দফতরে যেতে এত ভয় পাচ্ছেন কেন? যদি সত্যিই উনি কিছু না করে থাকেন তাহলে একবার গিয়ে দেখা করে আসুক CBI-এর সঙ্গে।”
আরও পড়ুন: গৃহস্থ বাড়ির পিছনে রাখা ছিল জার ভর্তি বোমা, তারপর যা হল…
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল থেকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়েছে। সেই কারণে তাঁকে বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। সেই টেস্টের রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। আপাতত তাঁকে চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্ত পরীক্ষার রিপোর্ট এসে গেলে আবার তাঁকে চেকআপে আসতে হবে।