বাংলার খবর
Big Breaking: কোল কাণ্ডে CBI-এর জালে গ্রেফতার আরও ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইসিএলের আরও একজন প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই । গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। কয়লাকাণ্ডের তদন্তে এই নিয়ে গ্রেফতার হয়েছেন ৮ ইসিএল কর্তা। কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ। কয়লাকাণ্ডে (Coal Scam) আগেই গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম। আগেই গ্রেফকার একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন।
কয়লা মাফিয়ার পর গতকাল সিবিআইয়ের জালে ধরা পড়েন কোল কর্তারা! কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান-প্রাক্তন-সহ ৪ জিএম ৪ কয়লা মাফিয়ার পরে এবার সিবিআইয়ের জালে কোল-কর্তারা। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে ইসিএলের ৭জন গ্রেফতার। ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী গ্রেফতার।
কয়লা ঘেঁটে হাত কালো হয়েছে শ্রমিকদের! কিন্তু, কয়লা পাচার করে কি ফুলেফেঁপে উঠেছেন ECL’এর অনেকে কর্তা? CBI সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে নেমে তাদের হাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। কয়লা মাফিয়ার থেকে না কি এর ধৃত ৭ কর্তা, দেড় বছরে ৭ থেকে ৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন।
খনি থেকে কয়লা তোলার দায়িত্ব যে সংস্থার, কয়লা পাচারের অভিযোগে সেই ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বর্তমান ও প্রাক্তন সাত আধিকারিককে বুধবার গ্রেফতার করেছে CBI। সূত্রের দাবি, কয়লা পাচারকাণ্ডে অনিয়ম হয়েছে মূলত ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে।
সেই সময়ে ধৃত সাতজন ECL’এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন।