দেশের খবর
Pune Air Craft Crash: প্রশিক্ষণের মহড়া চলার সময় মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল এয়ার ক্রাফট। ঘটনায় তেমন কোনও বড় বিপদ না হলেও গুরুত্বর আহত হয়েছেন ওই বিমানের পাইলট।
সূত্রের খবর, সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের কাছে একটি গ্রামে। বিমানটি কার্ভার এভিয়েশনের ছিল। মহারাষ্ট্রের পুনের বারামতি বিমানবন্দর থেকে উড়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইট করে বলেন ”ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আহত পাইলট, শ্রীমতী ভাবিকা রাঠোড়ের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি।”
আরও পড়ুন: অ্যাকটিভ কেসের সংখ্যা কমলেও, বাড়ল করোনায় মৃতের সংখ্যা
জানা গিয়েছে, ইন্দাপুর তহসিলের কাদবানওয়াড়ি এলাকায় ওই বিমানটির প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে বিমানটি একটি খোলা মাঠে ভেঙে পড়ে যায়। ঘটনায় পাইলট সামান্য আহত হন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনার পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানে কোনও যাত্রী ছিল না। ঘটনায় আহত পাইলটকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যেখানে প্রাথমিক শিক্ষা স্বপ্ন! সেখান থেকে রাইসিনা হিলের বাসিন্দা, শপথ নিয়ে শৈশবে ভাসলেন দ্রৌপদী
এদিকে, প্রশিক্ষণের সময় কীভাবে এয়ার ক্রাফটটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন।
আরও পড়ুন: Health Tips: বেশি খেলে হবেন না মোটা, রোগব্যাধি থাকবে দূরে এই ৫ তেলে
আরও পড়ুন: Murshidabad Blast: বহরমপুর থানায় বিস্ফোরণ, আহত ৩