বাংলার খবর
প্রতিশোধ নিতে ছাগলদের বিষ খাইয়ে হত্যার অভিযোগ, ময়নাতদন্তের নির্দেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিষ দিয়ে ছাগল খুনের অভিযোগ। রাতে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশের গাড়ি। চাঞ্চল্যকর এই ঘটনায় সোমবার মৃত ছাগলগুলির ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, রবিবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলে পর পর ৬টি ছাগলের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এলাকার একটি ছোটো চা বাগানের মালিক জলের মধ্যে বিষ মিশিয়ে তা ছাগলগুলিকে খাইয়ে হত্যা করেছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় একসঙ্গে এতগুলি ছাগলের মৃতদেহ নজরে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এই বিষয়ে ছাগলের মালিক ফারুক হুসেনের অভিযোগ, এলাকার নুরুল হক, এই কান্ড ঘটিয়েছে। ছাগলগুলোর অপরাধ চা বাগানে জন্মানো ঘাস খেয়ে ফেলা।
আরও পড়ুন: Kolkata Metro : পুজোর আগেই জোড়া সুখবর! চালু হতে পারে আরও দুই নতুন মেট্রো রুট
এদিকে ঘটনার খবর পেয়ে রবিবার রাতে গ্রামে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। তবে গ্রামে ঢুকেই বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে মৃত ছাগলের দেহগুলোর ময়নাতদন্ত করা হবে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: অবশেষে সুখবর! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এই প্রসঙ্গে এলাকার পঞ্চায়েতের স্বামী বিষ্ণু রায় বলেন, ”আমরা অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করছি। অপরদিকে পশু প্রেমী সংগঠনের কর্মী প্রীতম দাস এই ঘটনার নিন্দা করে বলেন, এমন ঘটনা প্রায় দিনই ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে, এটা বন্ধ হওয়া প্রয়োজন”।