ভিসা দুর্নীতিতে নাম জড়িয়েছে পি চিদাম্বরম পুত্রের, ফের ৩০ মে CBI তলব
Connect with us

দেশের খবর

ভিসা দুর্নীতিতে নাম জড়িয়েছে পি চিদাম্বরম পুত্রের, ফের ৩০ মে CBI তলব

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভিসা দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী P Chidambaram-এর ছেলে কার্তি চিদাম্বরমের। টাকার বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন প্রাক্তন মন্ত্রীপুত্র তথা কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম।

জানা গিয়েছে, মোটা টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভারতের ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। এই ঘটনার মামলার বুধবারই সিবিআই তলব করা হয় কার্তি চিদম্বরমকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিয়ে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ৩ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৩০ মে ফের তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউপিএ সরকারের আমলে ২০১১ সালে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক চিনা নাগরিকদের জন্য অবৈধ ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

Advertisement

আরও পড়ুন:  মনপসন্দ হচ্ছিল না দোকানের নাম, টুইটারে নেটিজেনকে সাহায্যের হাত বাড়ালেন শশী থারুর

তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেড মানসা পাঞ্জাবে ১,৯৮০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়াধীন ছিল। প্রতিষ্ঠাটি শানডং ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন নামে একটি চিনা কোম্পানির কাছে আউটসোর্স করা হয়েছিল। প্রকল্পের সময়সূচি পিছিয়ে চলছিল। তাই, বিলম্বের জন্য শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে, তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেড সাইটে আরও চিনা কর্মীদের আনার চেষ্টা করছিল।

আরও পড়ুন:  মদ্যপ বাবার কাছে শারীরিক নির্যাতনের অভিযোগ, দরজা খুলতেই কিশোরীর চরম পরিণতি দেখল পুলিশ

Advertisement

সেই ঘটনায় চিনা নাগরিকদের অবৈধভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই প্রকল্পের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দ্বারা আরোপিত সিলিং ওভার এবং উপরে ভিসা প্রয়োজন। তাই, সংস্থাটি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে কার্তি চিদাম্বরমের সঙ্গে যোগাযোগ করেছিল। তারা চিনা কোম্পানির কর্মকর্তাদের বরাদ্দকৃত ২৬৩টি প্রকল্পের ভিসা পুনরায় ব্যবহারের অনুমতি প্রদান করে ভিসার সীমা নির্ধারণের উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য পিছনের দরজা তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.