মনপসন্দ হচ্ছিল না দোকানের নাম, টুইটারে নেটিজেনকে সাহায্যের হাত বাড়ালেন শশী থারুর
Connect with us

দেশের খবর

মনপসন্দ হচ্ছিল না দোকানের নাম, টুইটারে নেটিজেনকে সাহায্যের হাত বাড়ালেন শশী থারুর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কংগ্রেস সাংসদ শশী থারুরের ইংরেজি শব্দভান্ডারে এমন কিছু শব্দ আছে যা আমাদের সকলকেই ঈর্ষান্বিত করে। থারুর নিয়মিত তাঁর অফিসিয়াল টুইটার প্রোফাইলে ইংলিশ ডিকশনারি থেকে আগে কখনো না শোনা শব্দ শেয়ার করেন।

শুধু তাই নয়, শশী থারুর কাছ থেকে নতুন-নতুন শব্দ যোগ করার জন্য নেটিজেনদের তাঁদের নোটবুক ব্যবহার করতে হয়। জানা গিয়েছে, তিরুবনন্তপুরমের এই এমপি একজন নেটিজেনকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। অসমে তাঁর একটি বইয়ের দোকান আছে। সেই বইয়ের দোকানের নাম তিনি কি রাখবেন তা কিছুতেই ঠিক করতে পারছিলেন না ওই নেটিজেন। শেষপর্যন্ত টুইটারে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কং সাংসদ শশী থারুর।

শুধু তাই নয়, টুইটার পোস্টে ভাইরাল হওয়া ওই বইয়ের দোকানের নাম যথেষ্ট অবাক করে দিয়েছে নেটিজেনদের। ভাইরাল ওই টুইটি প্রথমে করেছিলেন শাহ জাহান নামে একজন টুইটার ব্যবহারকারী। তিনি তাঁর এক টুইটে সাংসদ থারুরকে ট্যাগ করেছিলেন এবং তাঁকে একটি বইয়ের দোকানের নাম বলতে অনুরোধ করেন। যেটি তাঁর বন্ধু অসমের মাজুলিতে খোলার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: Viral News: ১২ লাখেই ইচ্ছেপূরণ! মানুষ থেকে কুকুর হলেন যুবক

টুইটে ওই যুবক লেখেন, “প্রিয় শশীথারুর। স্যার, আমার এক খুব ভালো বন্ধু রাষ্ট্রবিজ্ঞানে এমফিল করার পর মাজুলিতে একটি দোকান খুলতে চলেছে। তাই সে তাঁর ওই নতুন দোকানের জন্য ইংরেজিতে একটি ‘অনন্য’ নাম চাইছেন। আমি কি আপনাকে নাম অনুসন্ধান করার জন্য উপকার করার জন্য অনুরোধ করতে পারি?” শুধু তাই নয়, তিনি বইয়ের দোকানের একটি ছবি দিয়েও টুইট করেন।

এরপরই থারুর একটি অর্থপূর্ণ পরামর্শ দিয়ে টুইটের উত্তর দেন। যা নেটিজেনদের মন জয় করেছে। এটাকে ‘WWW: ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডস’ বললে কেমন হয়? এটি বই এবং ইন্টারনেট উভয়ই কভার করে,” তিনি ওই যুবকে বইয়ের দোকানের এমন নাম রাখার জন্য পরামর্শ দেন।

আরও পড়ুন: বন্দি সিধু করছেন ক্লার্কের কাজ! বেতন কত জানেন…

Advertisement

কংগ্রেস সাংসদের দোকানের নামের এই টুইট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দোকানের নাম শুনে শশী থারুরের প্রসংশায় পঞ্চমুখ হয়েছে নেটপাড়ার সদস্যরা। অনেকেই রি-টুইট করে সাংসদের দেওয়া বইয়ের দোকানের নামের প্রশংসা করেছেন।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.