MiG-21: ৬২ বছরে ২০০ প্রাণ নিয়েছে, জানুন মিগ-২১র অভিশপ্ত ইতিহাস
Connect with us

দেশের খবর

MiG-21: ৬২ বছরে ২০০ প্রাণ নিয়েছে, জানুন মিগ-২১র অভিশপ্ত ইতিহাস

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস: ফের বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে রাজস্থানে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বিমান। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ পাইলট। বায়ুসেনার তরফ থেকে টুইট করে এই কথা নিশ্চিত করা হয়েছে। কোর্ট অফ এনকোয়ারি বসানো হয়েছে ঘটনার তদন্তের জন্য।

এদিকে বৃহস্পতিবার রাজস্থানে বিমান দুর্ঘটনার পর ফের খবরের শিরোনামে বায়ুসেনার মিগ-২১। যা গত ৬২ বছর ধরে ভারতীয় বায়ুসেনার মূল ভিত্তি। কিন্তু গত ৬২ বছরে এই বিমানে অন্তত ২০০টি দুর্ঘটনা ঘটেছে। সোভিয়েত বংশোদ্ভুত মিগ-২১ বিমানের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা

Advertisement

জানা গিয়েছে, সার্জিকাল স্ট্রাইক থেকে শুরু করে বিভিন্ন সময়ে জঙ্গিদমনে মিগ-২১এর অবদান অনস্বীকার্য। কিন্তু বর্তমানে বেশকিছু বছর ধরে এর পুরোনো রেকর্ড ধরে রাখতে পারছে না। বারে বারে দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার এই মিগ-২১ বিমান। যারফলে প্রাণ হানির ঘটনাও ঘটেছে অসংখ্য।শুধু তাই নয়, সোভিয়েত রাশিয়ার তৈরি এই বিমানগুলি ১৯৬২ সালে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়। তারপর টানা ৬২ বছরে মিগ-২১ দেশের সেবা করে আসলেও এতে দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। এই কয় বছরে মিগ-২১ এর দুর্ঘটনার সংখ্যা ২০০।

চলতি বছরের মার্চে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট রাজ্যসভায় বলেছিলেন, গত পাঁচ বছরে তিন বাহিনীর বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৪২ জন প্রতিরক্ষা কর্মীর মৃত্যু হয়েছে। গত পাঁচ বছরে মোট ৪৫টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৯টি ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে জড়িত ছিল। এক সময় যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড বলে মনে করা হত। কিন্তু এখন এই বিমানগুলি জং বা ওড়ার জন্য উপযুক্ত নয়।

আরও পড়ুন: Extramarital Affair: দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, গ্রেফতার ৪

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজস্থানের বাড়মেঢ়ের ভিমরা গ্রামে এই ঘটনা ঘটে। ওই মিগ-২১ বিমানটি রাতের আকাশে বিশেষ ট্রেনিং করছিল। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজস্থান প্রশাসনের কর্তারা। বিবৃতিতে জানানো হয়েছে যে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন: Jet Crash: রাজস্থানে বিমান দুর্ঘটনা! মৃত ২ পাইলট

আরও পড়ুন: Indigo Flight: উড়ানের আগেই চরম বিপত্তি, রক্ষা পেল কলকাতাগামী ইন্ডিগোর বিমান

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.