দেশের খবর
এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির বলি, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত ৮

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৮ জন। জখম অন্তত ১৬। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপর দু’টি যাত্রীবাহি বাসের রেষারেষিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক বাস দু’টিই বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় উত্তরপ্রদেশের লনি কাতরা থানার নারায়ণপুর গ্রামের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দারিদ্র্যকে সঙ্গী করে লন্ঠনের আলোয় পড়েই আইএএস হলেন সামান্য ট্রাক ড্রাইভারের ছেলে পবন!
पूर्वांचल एक्सप्रेस-वे पर सड़क दुर्घटना में हुई जनहानि अत्यंत दुःखद है।
संबंधित अधिकारियों को राहत व बचाव कार्य तेजी से संचालित करने और घायलों के समुचित उपचार हेतु निर्देश दिए गए हैं।
प्रभु श्री राम दिवंगत आत्माओं को शांति तथा घायलों को शीघ्र स्वास्थ्य लाभ प्रदान करें।
— Yogi Adityanath (@myogiadityanath) July 25, 2022
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে দু’টি বাসই দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে থাকা একটি বাস হঠাৎ করে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে পড়লে দ্রুত গতিতে থাকা দ্বিতীয় বাসটি দাঁড়িয়ে থাকা বাসকে পুরো পিষে দিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ৮ জন। গুরুত্বর আহত হয়েছে ১৬ জন।
আরও পড়ুন: ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু
এই বিষয়ে উত্তরপ্রদেশের Barabanki-র পুলিশ সুপার অনুরাগ ভাট জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নাবালিকাও রয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এঈ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।