দেশের খবর
মদ্যপ বাবার কাছে শারীরিক নির্যাতনের অভিযোগ, দরজা খুলতেই কিশোরীর চরম পরিণতি দেখল পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মদ্যপ বাবার কাছে শারীরিক নির্যাতনের শিকার। অত্যাচার সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত কিশোরীর। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বাবাকে।
পুলিশ সূত্রে খবর, প্রায় দিনই মদ্যপ বাবার কাছে শারীরিক হেনস্থার শিকার হত বছর ১৬-র মৃতা ওই কিশোরী। অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার সবার অলক্ষ্যে বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই কিশোরী। পুলিশ জানিয়েছেন, ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দিনমজুর বাবাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বন্দি সিধু করছেন ক্লার্কের কাজ! বেতন কত জানেন…
জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনার Rangareddy-জেলার। এই বিষয়ে তেলেঙ্গনার সাদনগরের পুলিশ কমিশনার কুশলকর জানিয়েছেন, একবছর আগে মারা গিয়েছেন অভিযুক্তের স্ত্রী। মৃত্যুর আগে তাঁকে এবং তাঁর সন্তানদের উপরও অত্যাচার চালাত অভিযুক্ত। একবছর আগে অসুস্থ বউ মারা যাওয়ার পর সন্তানদের উপর বেড়ে যায় তার অত্যাচারের মাত্রা।
আরও জানা গিয়েছে, ধৃতের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলে বড়। সে বাবাকে এড়িয়েই চলে। অভিযুক্তের বড় ছেলে বাড়িতে থাকে না বলে জানা গিয়েছে। সে শহরে একটি দোকানে কাজ করে। বাড়িতে মদ্যপ বাবা আর বোন একাই থাকত। আর সেই সুযোগে মৃতা ওই কিশোরীর উপর আরও বেশি করে নির্যাতন চালাত অভিযুক্ত।
আরও পড়ুন: বাস দুর্ঘটনায় মৃত ৬ বাঙালি পর্যটক, শোকপ্রকাশ মমতার
শুধু তাই নয়, মৃতার বিছানার পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছেন পুলিশ। মৃত্যুর আগে ওই কিশোরী সুইসাইড নোটে তার বাবাকে এই ঘটনার জন্য দায়ি করেছে। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।