দেশের খবর
মার্কিন মুলুকে বসে দেশের বাড়িতে চোর ধরলেন গৃহকর্তা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চোর ঢুকেছে বাড়িতে। খোদ মার্কিন মুলুকে বসে টের পেয়ে গিয়ে পুলিশকে খবর দিলেন মালিক। প্রথমে বিষয়টি পড়ে একটু হচকিয়ে গেলেও নিছক ঠাট্টা নয়, এমন ঘটনায় ঘটেছে বাস্তবে। জানা গিয়েছে, বাড়ির মালিক আদতে হায়দরাবাদের বাসিন্দা হলেও বর্তমানে তিনি মার্কিননিবাসী। আর সেখানে বসেই দেশের বাড়িতে চোর ধরলেন তিনি।
জানা গিয়েছে, কর্মসূত্রে আমেরিকায় থাকা ওই প্রবাসী ভারতীয় ব্যক্তি দেশে নিজের বাড়ির নিরাপত্তা রক্ষায় একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে যান। এবং বাড়িতে কি-কি হচ্ছে, কেউ আসছে কিনা অথবা কেউ তাঁর বাড়ির উপর নজর রাখছে কি না তা সবকিছুই লাইভ রেকর্ডের মাধ্যমে ফলো করতেন ওই ব্যক্তি। তেমনই বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের কুকাটপল্লি বোর্ড হাউসিং কলোনি (Kukatpally Housing Board) এলাকায় তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজের অন রেকর্ড ভিডিয়ো দেখতে থাকেন তিনি। আর তারপরই সামনে আসে আসল ঘটনা।
এই বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছেন, দেশের বাড়িতে সিসিটিভি বসানো থাকলেও এখানে কোনও বিপদ ঘটলে বিশেষ সেন্সর মেশিনের মাধ্যমে ওই ব্যক্তির মোবাঈলে থাকা একটি নির্দিষ্ট অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা পৌঁছে যায় মালিকের কাছে। আর এক্ষেত্রেও ঠিক তাই-ই হয়েছে। রাতের অন্ধকারে ওই অভিযুক্ত তাঁর বাড়ির গ্রিল ভেঙ্গে ভিতরে চুরি করতে ঢোকে। আর তখনই বিশেষ সেন্সরের মাধ্যমে বিষয়টি বুঝতে পারেন ওই ব্যক্তি। তারপরই দেশের বাড়িতে চুরি ঠেকাতে দ্রুত প্রতিবেশীদের ফোন করে এবং পুলিশকে বিষয়টি জানান।
আরও পড়ুন: গরু পাচার মামলা: আইনি রক্ষাকবচ মিলল না কেষ্টর
এরপর গত ৯ মার্চ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বাড়ির মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে তবে ভিতর থেকে দরজাটি লক করা রয়েছে। এরপর হায়দরাবাদ পুলিশ দরজা নক করে চোরকে আত্মসমর্পন করতে বলেন। কিন্তু চোর বাবাজীর আত্মসমর্পন তো দূরে থাক। তিনি তখন অন্য একটি বেড রুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন ওই তদন্তকারী পুলিস আধিকারিকরা।
আরও পড়ুন: চার রাজ্যে গেরুয়া সুনামির পরই আমেদাবাদে রোড শো মোদির
জানা গিয়েছে, পুলিশের কথায় কাজ না হলে তাঁরা রিভলভার বের করতেই গর্ত থেকে বেরিয়ে পড়ে চোর বাবাজি। এরপর তাকে গ্রেফতার করেন পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর ধৃত চোরের নাম টি.রামকৃষণ (৩২)। তিনি বিভিন্ন ছবির শ্যুটিং-এর সময়ে হেল্পারের কাজ করে থাকেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তাকে জেল থেকে ছাড়া হয়েছিল। আর তারপরই এমন ঘটনা। যারফলে ফের শ্রীঘরে ঠাই হল ওই যুবকের।