দেশের খবর
সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড: অভিযুক্তদের নাগাল পেতে পুলিশের সঙ্গে গুলির লড়াই গ্যাংস্টারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাঞ্জাবী গায়ক তথা রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের ঘটনায় দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই শুরু পুলিশের। CCTV ফুটেজ দেখে উঠে আসে জগরূপ রূপা এবং মুন্না কুশা নামক দুজনের নাম।
জানা গিয়েছে, বুধবার এই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু, সেই সময় তারা পালটা হামলা চালায় পুলিশের উপর। এদিন Attari Border-এর কাছে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সেখানেই লুকিয়ে রয়েছে মুসেওয়ালার হত্যার দুই সন্দেহভাজন জগরূপ রূপা এবং মুন্না কুশা। তাদের গ্রেফতার করার চেষ্টা করে পুলিশ। সেই সময় পালটা হামলা চালায় তারা। CCTV ফুটেজ অনুযায়ী, এই দু’জনই সিধু মুসেওয়ালাকে হত্যার জন্য শ্যুটারদের গ্যাংয়ের নেতৃত্ব দিয়েছিল।
আরও পড়ুন: নাকা চেকিং চালানোর সময় মহিলা ইন্সপেক্টরকে পিষে খুন ট্রাকের
শুধু তাই নয়, সিদ্দু মুসেওয়ালা হত্যা মামলায় উভয় গ্যাংস্টারকে শার্প শুটার বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে গত পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচন লড়েছেন সিধু। এই তরুণ গায়কের একাধিক ভক্ত।
আরও পড়ুন: অন্তর্বাস খুলে NEET পরীক্ষায় বসতে হবে! কেরালায় হুলস্থুল
তাঁর মৃত্যুর পর কানাডার গ্যাংস্টার গোল্ডি ব্রায়ের নাম উছে আসছিল। সেই সময় ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছিল। যেখানে বলা হয়, ” সিধু মুসেওয়ালাকে হত্যার নিচ্ছি আমি এবং আমার ভাই গোল্ডি। আমরা আমাদের ভাই ভিকি মিদুখেরার খুনের বদলা নিয়েছি। সিধু আমাদের ভাইয়ের হত্যায় সহযোগিতা করেছিল।” তদন্তে নেমে যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখছিল পুলিশ।