জমি নিয়ে বচসা, মামার আঘাতে প্রাণ হারাল ভাগ্নে
Connect with us

বাংলার খবর

জমি নিয়ে বচসা, মামার আঘাতে প্রাণ হারাল ভাগ্নে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মামার বাড়িতে ঘুরতে যাওয়াই কাল হল! মামার ধারালো অস্ত্রের কোপে প্রাণ দিতে হল ভাগ্নেকে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের পানাগুরি এলাকায়।

জানা গিয়েছে, আতাউর রহমান নামে বছর ২৮-র ওই যুবক বাবা মায়ের সঙ্গেই দিনহাটা আলোকঝারি এলাকায় তার মামা রৌশন আলির বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আতাউরের মায়ের সঙ্গে মামার জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ বাঁধে।

ঘটনায় তার বাবা ও আতাউর দু’জনেই আক্রান্ত হয়। যদিও তাঁর বাবার আঘাত গুরত্বর না হলেও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আতাউর। তড়িঘড়ি তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভাগ্নে আতাউর রহমানের।

Advertisement

আরও পড়ুন: Big Breaking: ন্যাশনাল হেরাল্ড মামলায় ED-র দফতরে সনিয়া গান্ধী

জানা গিয়েছে, মৃত ওই যুবকের স্ত্রী সহ ২ বাচ্চা রয়েছে। আতাউরের স্ত্রী জানান, মামার বাড়িয়ে গেলে মামা তাঁর স্বামীকে আঘাত করেন, আর তার ফলেই মৃত্যু হয় আতাউরের।
মৃত ওই যুবকের বাবা ও মা জানান, তাঁদের নিজের নামের জমি তাঁর মামা তাঁদের দিচ্ছিলেন না, আর সেটা জানাতে গিয়েই তাঁরা সেখানে আক্রমণের শিকার হন বলে অভিযোগ।অভিযুক্ত ওই যুবক প্রথমে আতাউরের বাবাকে আঘাত করলে নিজের বাবাকে বাঁচাতে ছুটে যায় সে। আর সেখানেই মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মামা রৌশন আলি।

আরও পড়ুন: বৃষ্টিভেজা টোলপ্লাজায় গরুকে বাঁচাতে গিয়ে শূন্যে উড়ল অ্যাম্বুলেন্স, গতির বলি ৪

Advertisement

এদিনের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। এমনকি মৃত যুবকের পরিবার সহ গ্রামবাসী সকলেই অভিযুক্ত রৌশন আলির কঠোর শাস্তি দাবি করেন। দিনহাটা থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ তদন্ত নেমেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত।