সাইবার সুরক্ষায় জোর, Play Store থেকে ডিলিট হচ্ছে বহু অ্যাপ!
Connect with us

দেশের খবর

সাইবার সুরক্ষায় জোর, Play Store থেকে ডিলিট হচ্ছে বহু অ্যাপ!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিজের অজান্তেই ফোনে একাধিক অজানা অ্যাপ ডাউনলোড করে বিপদ ডেকে আনছেন না তো! প্রযুক্তির যুগে মানুষ যত ডিজিটাল হচ্ছে ততই বাড়ছে সাইবার ক্রাইমের মতো মামলা। এই অবস্থায় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের সতর্ক করতে একাধিকবার বার্তা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সাইবার হ্যাকারদের হাত থেকে বাঁচতে এর আগেও একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ফের সমস্যা সমাধানে ময়দানে নামল গুগল(Google)। হ্যাকারদের হাত থেকে ফোনকে এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবার প্লে স্টোর (Play Store) থেকে ৫০ টি অ্যাপ সরাচ্ছে গুগল।

আরও পড়ুন: বাস্তু মেনে লাগান মানি প্ল্যান্ট, দরজায় কড়া নাড়বে সমৃদ্ধি

Advertisement

সূত্রের খবর, সম্প্রতি প্লে স্টোর থেকে ৫০টি অ্যাপ সরিয়েছে গুগল। কারণ, সেগুলির মধ্যে ঘাপটি মেরে বসেছিল ম্যালওয়্যার। ওই রিপোর্ট বলছে, প্লে স্টোর থেকে বাদ পড়া এই অ্যাপগুলির মধ্যে বেশিরভাগেই জোকার ম্যালওয়ার ছিল।

এই ম্যালওয়ারই মূলত টার্গেট করে অ্যন্ড্রয়েড ডিভাইসকে। তথ্য বলছে, এই ম্যালওয়্যার আপনার ফোন থেকে চুরি করে নিতে পারে মেসেজ, ফোন নম্বর, ডিভাইসের তথ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ গোপন জিনিস।

আরও পড়ুন: টাইম ম্যাগাজিনে উঠল ৫০টি সেরা জায়গা নাম, রয়েছে ভারতও

Advertisement

আপনি কি জানেন প্লে স্টোর থেকে মুছে দেওয়া হবে কোনও অ্যাপ গুলি? Smart Messages, Private Messenger, Text Emoji SMS, Blood Pressure Checker, Funny Keyboard-এর মতো অ্যাপ। এছাড়াও ডিলিট হবে Themes Photo Keyboard, Themes Photo Keyboard, Fonts Emoji Keyboard, Smile Emoji-সহ মোট ৫০ টি অ্যাপ। আপনার ফোনে যদি এই অ্যাপগুলি থেকে থাকে, তাহলে সাবধান হোন। এখনই ডিলিট করুন অ্যাপগুলি।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.