বিনোদন
‘পুষ্পা’, ‘বাহুবলী’র পর এবার বলিউডে ঝড় তুলল ‘লাইগার’

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউডে পা রাখলেন দক্ষিণী তরকা বিজয় দেবেরাকোন্ডা। ছবির নাম ‘লাইগার’। এই ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। সাউথ সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা অভিনীত লাইগারের ট্রেলারের জন্য ভক্তরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। এবার সেই অপেক্ষার অবসান হল।
Grand celebrations for #LIGER TRAILER LAUNCH at Sudarshan Theater 💥💥💥
10 Minutes to go..!! #LigerTrailer #VijayDeverakonda pic.twitter.com/BLcqmszBFx
— Shyam Rio (@Rowdy_Rio) July 21, 2022
#Liger trailer lunch celebrated
At Sudarshan teater🔥🔥🔥
Hyderabad pic.twitter.com/ekxZPbg1s0— Vijay deverakonda Fan's association YGR (@vijayygr1) July 21, 2022
জানা গিয়েছে, হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’। এই ছবিতে বিজয়, অনন্যা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাহুবলী খ্যাত রাম্যা কৃষ্ণান এবং রনিত রায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ অগস্ট।
উল্লেখ্য, ট্রেইলারে দেখা যায় বিজয় দেবরকোন্ডার আবেগ, উত্থান-পতনের একটি জার্নি। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেলার। স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। ট্রেলার মুক্তির কিছুক্ষণের মধ্যেই এতে ভিউ ছাড়াল ৩১ লক্ষ। এদিন ভোর থেকেই ট্রেলর মুক্তির উদ্দেশে সেজে উঠেছিল হায়দরাবাদ ও মুম্বই। হিন্দি ও তেলেগু ভাষায় ট্রেলর মুক্তি ঘিরে ভক্তদের চরম উত্তেজনার ছবি ইতিমধ্যেই ফ্রেমবন্দি।
ONLY MASS LOVE FOR THE MASS ENTERTAINER!🔥
Glimpses from the #LigerTrailer launch event.Trailer OUT NOW – https://t.co/YjaisqaoHq#LIGER releases worldwide on 25th August.#LigerOnAug25th
_______@TheDeverakonda @ananyapandayy pic.twitter.com/ukNw8Vht3G
— Dharma Productions (@DharmaMovies) July 21, 2022