চার রাজ্যে গেরুয়া সুনামির পরই আমেদাবাদে রোড শো মোদির
Connect with us

দেশের খবর

চার রাজ্যে গেরুয়া সুনামির পরই আমেদাবাদে রোড শো মোদির

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃস্পতিবার দেশের চার রাজ্যে বিপুল ভোটে জয়লাভের পর আমেদাবাদে জমজমাট রোড শোয়ে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্র মোদি (Narendra Modi)। শুধু তাই নয়, শুক্রবার বিকেলে রয়েছে প্রধানমন্ত্রীর পঞ্চায়েত সম্মেলন। চার রাজ্যের গেরুয়া সুনামির পর এবার উ’দিনের গুজরাট (Gujrat) সফরে এসে আমেদাবাএ জমজমাট রোড শো মোদির।

জানা গিয়েছে, চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেদিকে নজরে দিতে প্রধানমন্ত্রীর এই দু’দিনের গুজরাট সফর বেশ তাৎপর্যপূর্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে বিপুল জয়লাভের একদিন পরেই গুজরাতে রোড শো করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন তিনি গুজরাত বিমানবন্দর থেকে এই রোড শো শুরু করেন। এদিনের এই রোড শো’তে আমেদাবাদ শহরজুড়ে প্রায় এক লাখেরও বেশি নির্বাচিত জনপ্রতিনিহি এবং পঞ্চায়েত কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন: নির্দল বিধায়কদের সমর্থনে গোয়ায় সরকার গঠনের পথে BJP,খাতা খুলতে ব্যর্থ তৃণমূল

প্রধানমন্ত্রীর দু’দিনের এই সফরে তিনি উদ্বোধন করবেন ‘খেল মহাকুম্ভের (Khel Mahakumbh’)। আমেদাবাদ স্টেডিয়ামে তিনি এটির উদ্বোধন করবেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে গান্ধীনগর জেলার লাভাড এলাকার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে (Rashtriya Raksha University) বক্তব্য রাখবেনl এদিকে মোদির এই দু’দিনের সফরে দেশবাসীর উদ্দেশ্যে তিনি কী বার্তা দেবেন সেই দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

আরও পড়ুন: বিধানসভায় গেরুয়া আবির খেলায় মাতলেন BJP বিধায়করা, বিলি করা হল লাড্ডু

Advertisement

উল্লেখ্য, সংখ্যা গরিষ্ঠ থেকে একটু দূরে আটকে গেলেও নির্দল বিধায়কের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গঠন করতে চলেছে বিজেপি (BJP)। গোয়ায় বিজেপির পাশাপাশি নজর ছিল তৃণমূল কংগ্রেসের (BJP) দিকেও। বাংলার পাশাপাশি গোয়া (Goa) নিয়েও যথেষ্ট আশা দেখিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অনেক হেভিওয়েট নেতামন্ত্রীরা গোয়াতে বারবার প্রচারে গিয়েছেন। তারপরেও মোদির গড়ে ঘাসফুল ফোটাতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।