রাজধানীর বস্তিতে বিধ্বংসী আগুন, হত ৭
Connect with us

দেশের খবর

রাজধানীর বস্তিতে বিধ্বংসী আগুন, হত ৭

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের রাজধানীতে (Delhi) মর্মান্তিক ঘটনা। শুক্রবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ৬০টি বাড়ি। ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। জখমের সংখ্যা বহু। শুক্রবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে, রাজধানী দিল্লির গোকুলপুরী এলাকায়। ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অবশেষে ভোর রাতের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০টি বাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি। মৃতের সংখ্যা ৭ জন। মাঝরাত নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই সময় অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে আত্মরক্ষার জন্য ঘর থেকে দ্রুত বেরোতে পারেননি। ফলে জখমের সংখ্যাও বাড়ছে।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম জড়িয়ে গেল শিক্ষামন্ত্রীর নাম !

Advertisement

এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এদিন টুইট করে তিনি বলেন, ”সকালে উঠেই এমন খবর পেলাম। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মৃত ও আহতদের পরিবারের সদস্যদের জানাই আমার তরফ থেকে সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

আরও পড়ুন: মাঝ রাস্তায় চলন্ত ট্রাকে আগুন, বরাতজোরে বাঁচলেন চালক-খালাসি

এদিকে সংবাদ সংস্থা ANI-এর কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে দিল্লির (Delhi) ফায়ার ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement