বাংলার খবর
গরু পাচার মামলা: আইনি রক্ষাকবচ মিলল না কেষ্টর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরু পাচার মামলায় আইনি রক্ষাকবচ মিলল না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। তাঁর আবেদন আরজি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ১৪ মার্চ তাঁকে সম্ভবত সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন বলে মনে করা হচ্ছে। এই রাস্তা খোলা রয়েছে তৃণমূলের এই নেতার সামনে। এছাড়াও গরু পাচার মামলায় গ্রেফতারির আশঙ্কা থাকলেও আগাম জামিনের আবেদনও করতে পারেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি গরু পাচার কাণ্ডের ঘটনায় তৃণমূলের কেষ্টকে তলব করে সিবিআই। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপর ফের ২৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে তাঁকে তলব করার নোটিশ পাঠানো হলেও সেটিও অমান্য করেন বীরভূমের এই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
এদিকে গোট ১৪ ফেব্রুয়ারি গরু পাচারকান্ডের বিষয়টি প্রকাশ্যে আসে এবং তাতে তৃণমূলের বেশকিছু নেতা সহ নাম জড়ায় অনুব্রত মণ্ডলেরও। আর তারপর থেকেই এই পাচার চক্রের মূল রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।
আরও পড়ুন: আজ প্রথম বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য
অন্যদিকে, না টালবাহনার পর অবশেষে শুক্রবার দুপুর ২টো থেকে শুরু হচ্ছে রাজ্য বাজেট অধিবেশন। এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্য অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও এর আগে ২০২১ সালে অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় সেই সময় বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: চার রাজ্যে গেরুয়া সুনামির পরই আমেদাবাদে রোড শো মোদির
জানা গিয়েছে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন বাজেট পেশ করেছিলেন সেই সময় অর্থ মন্ত্রকের দায়িত্ব তাঁর হাতে ছিলো না। যারফলে এই বার আনুষ্ঠানিক ভাবে অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই শুক্রবার দুপুরে প্রথম বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে পুনরায় বাংলার মসনদ দখল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।