দেশের খবর
বোরখা পরে বসা যাবে না পরীক্ষায়, হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকের স্কুলে নয়া ফরমান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আদালতের রায় অমান্য ফের হিজাব কাণ্ড নিয়ে বিতর্কে কর্ণাটক রাজ্য। তবে এবার আর কলেজ পড়ুয়াকে নিয়ে বিতর্ক নয়। পরীক্ষার হলে বোরখা পরে ঢোকায় ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হল না। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হুব্বাল্লি জেলায় (Hubballi district)।
জানা গিয়েছে, কর্ণাটকের হুব্বাল্লি জেলার একটি স্কুলে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা চলছে। আর এই পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর বোরখা পরা নিয়ে শুরু হয় বিতর্ক। পরীক্ষায় বসতে গেলে খুলে আসতে হবে বোরখা। এছাড়াও ওই ছাত্রীর স্কুলের নির্দিষ্ট ড্রেসকোড পরেও আসেনি বলে অভিযোগ উঠেছে। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয় যে, বোরখা ছেঁড়ে স্কুলের ড্রেস পরে পরীক্ষায় বসতে। এরজন্য তাঁকে পরীক্ষার নির্ধারিত সময়ের থেকে লেখার জন্য কিছুটা সময় বেশিও দেওয়া হবে বলে জানানো হয়।
শুধু তাই নয়, এই বিষয়ে কর্ণাটকের হুব্বাল্লি জেলার উচ্চ পদস্থ সরকারি আধিকারিক Dharwad Mohan Kumar জানিয়েছেন যে, ”ওই ছাত্রী এদিন বোরখা পরে স্কুলে চলে আসে পরীক্ষা দিতে। এরপর তাঁকে বলা হয় বোরখা খুলে স্কুলের ড্রেস পরে পরীক্ষায় বসতে। এই বিষয়ে কোনও বিতর্ক তৈরি না করে সে যেন হাইকোর্টের নির্দেশ মেনে চলে সেই কথাও জানানো হয় ওই ছাত্রীকে।”
আরও পড়ুন: উড়ানের সময় বিপত্তি, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন স্পাইসজেটের যাত্রীরা
উল্লেখ্য একইভাবে বোরখা খুলে আসতে বলায় Bagalkot জেলার এক ছাত্রী পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। এই বিষয়ে কর্ণাটকের মন্ত্রীরা জানিয়েছেন যে, সোমবার থেকে হাইস্কুলের পরীক্ষা শুরু হয়েছে। কেউ হিজাবের বিষয়ে হাইকোর্টের রায় লঙ্ঘন করলে তাকে পরীক্ষা লেখার অনুমতি দেওয়া হবে না। এই বিষয়ে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী Araga Jnanendra জানিয়েছেন, সরকারি নিয়ম কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইননত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,’আমাদের সকলের উচিত হাইকোর্টের নির্দেশ মেনে চলা। প্রত্যেক পড়ুয়ার উচিত সঠিক ইউনিফর্মে স্কুলে এসে পরীক্ষায় বসা।”
এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন কর্ণাটক রাজ্যের প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক বিষয়ক মন্ত্রী BC Nagesh। তিনি আরও বলেন,”সরকারি নিয়ম ভাঙলে বা এই ধরণের কোনও ঘটনা ঘটলে পুলিশ নিজে থেকেই ব্যবস্থা নেবেন।”
এদিকে সোমবার থেকে শুরু হওয়া কর্ণাটকের দশম শ্রেণির পরীক্ষায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮.৭৪ লাখ। রাজ্যের মোট ৩৪৪০টি সেন্টারে প্রায় ৪৮ হাজার হলে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোভিড বিধি মেনেই যাবতীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে কর্ণাটক প্রশাসনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা
প্রসঙ্গত, গত মাসেই হিজাব বিতর্ক নিয়ে সংবাদ শিরোনামে উঠে আসে কর্ণাটক রাজ্য। এরপরই হিজাব বিতর্ক নিয়ে মামলায় কর্ণাটক হাইকোর্ট রায় দেয় যে, স্কুল হোক কিংবা কলেজ কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব চলবে না। প্রত্যেক পড়ুয়াকেই স্কুল-কলেজের নির্দিষ্ট ড্রেসকোড মেনে চলতে হবে।