সেনাবাহিনীর ছুটি নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র
Connect with us

দেশের খবর

সেনাবাহিনীর ছুটি নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস: ওঁরা আছে বলে রাতে শান্তিতে ঘুমোতে যেতে পারি আমরা। ওঁদের জন্যই আজ আমরা এতটা নিশ্চিন্তে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরতে যেতে পারি। আমাদের রক্ষার দায়িত্ব ওঁরা নিয়েছে বলেই সবসময় নিরাপদে আছি আমরা। হ্যাঁ তাঁদের কথায় বলছি সীমান্তে যারা অতন্দ্রপ্রহরী হিসেবে দিনের পর দিন, মাসের পর মাস বাড়িঘর পরিজন ছেঁড়ে রয়েছেন। মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে প্রতিদিনই লড়ছেন প্রতিপক্ষদের সঙ্গে। ঝড়ছে রক্ত তবুও নিজেদের কর্তব্যে অবিচল দেশের সীমান্তরক্ষী ভারতীয় সেনারা।

এবার এই ভারতীয় সেনা,সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর ছুটি নিয়ে বড় ঘোষণা করতে চলেছে সরকার। জানা গিয়েছে, অন্যান্য সরকারি কর্মচারীদের মতোন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ানরা যাতে বছরে ১০০ দিন ছুটি পাই তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। এই আবহে শীঘ্রই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারে সরকার।

আরও পড়ুন: বোরখা পরে বসা যাবে না পরীক্ষায়, হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকের স্কুলে নোয়া ফরমান

Advertisement

জানা গিয়েছে, জওয়ানরা যাতে তাঁদের পরিবারের সঙ্গে কমপক্ষে ১০০ দিন কাটাতে পারেন এর জন্য তাঁদের ছুটি বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রস্তাবটি শীঘ্রই বাস্তবায়িত হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রক একাধিক বৈঠক করেছে সম্প্রতি। এই মাসের শুরুতে শেষবার এই সংক্রান্ত বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাগুলি আছে তা সমাধানের উপায় বের করতেই এই বৈঠকগুলি করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা

এই বিষয়ে এদিন সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে,সম্প্রতি দেখা গিয়েছে, বহু কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান আত্মহত্যা করেছেন বা নিজের সহকর্মীদের উপরই গুলি চালিয়ে দিয়েছেন। এই সব ঘটনা এড়াতে জওয়ানদের মন ভালো রাখতেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে তাদের প্রস্তাবগুলি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক আগামী মাসের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। কীভাবে এই ব্যবস্থা বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে আপাতত। তবে গত বছর কোভিডের কারণে জওয়ানদের ছুটি বাড়ানোর এই প্রস্তাবটি বাস্তবায়নে বিলম্ব হয়েছে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

Advertisement