উড়ানের সময় বিপত্তি, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন স্পাইসজেটের যাত্রীরা
Connect with us

দেশের খবর

উড়ানের সময় বিপত্তি, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন স্পাইসজেটের যাত্রীরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টার্মিনাল থেকে রানওয়েতে যাওয়ার মুখেই বিপত্তি। খুঁটিতে ধাক্কা মারল বিমান (Spicejet)। যদিও এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি না হলেও খুঁটির সঙ্গে ধাক্কায় বিমানের ডানায় অল্প ক্ষত তৈরি হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

সূত্রের খবর, এদিন দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Airport) থেকে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) উদ্দেশ্যে রওনা হচ্ছিল স্পাইসজেটের ৭৩৭-৮০০ বোয়িং বিমানটি। জানা গিয়েছে প্যাসেঞ্জার নিয়ে বিমানটি যখন টার্মিনাল থেকে রানওয়ের দিকে উড়তে যাছিল সেইসময় টার্মিনালের ধারে থাকা একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারে বিমানটি। এই ঘটনায় বিমানের ভিতরের যাত্রীরা অক্ষত থাকলেও খুঁটিটি হেলে যায় একদিকে।

আরও পড়ুন: বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা

Advertisement

এরপরই তড়িঘড়ি বিমানটিকে অবতরণ করানো হয়। ক্ষতিগ্রস্ত স্পাইসজেটের ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে তাঁদের অন্য একটি বিমানে করে জন্মু কাশ্মীর পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।