বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা
Connect with us

দেশের খবর

বাড়ছে পৃথিবীর তাপমাত্রা! ভারতমহাসাগরে অশনি সংকেত , আশঙ্কার কথা শোনালেন জলবায়ু বিজ্ঞানীরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনে হু-হু করে ঊর্ধ্বগামী বায়ুর তাপমাত্রা। ক্রমাগত জলদূষণ, বায়ুদূষণ আর শব্দদূষণের ব্যাপক প্রভাব পড়ছে পরিবেশের উপর। আর যার জেরে উষ্ণ হয়ে উঠছে সমুদ্র। বইছে হিট ওয়েভ (Hit Wave)।

শুধু তাই নয়, জানা গিয়েছে ক্রমাগত জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়ছে আমাদের পরিবেশের উপর। যার প্রভাবে যেমন ঘনঘন গরম হয়ে উঠছে সমুদ্রের জল তেমনই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত হয়ে উঠছে ভারত মহাসাগরের জলও । কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, গত একবছরে ২০২১ সালে জলবায়ুর তারতম্যের কারণে টানা ৫২ সপ্তাহে ছয়বার উষ্ণস্রোত বা হিট ওয়েভ বইয়ে গিয়েছে ভারত মহাসাগরে।

জানা গিয়েছে, একই অবস্থা বঙ্গোপসাগরের ক্ষেত্রেও। যারফলে ঘনঘন যেমন বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমনই একবছরের মধ্যে অন্তত দু থেকে তিনবার আমফান, ফণীর মতো বিশাল ঘূর্ণি ঝড়ের সাক্ষী থাকছে গোটাদেশ। রাজ্যসভার একটি লিখিত প্রশ্নের জবাবী উত্তরে এই আশঙ্কার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। তিনি বলেন, ”গত চারবছরের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে ভারতমহাসাগরের এই হিট ওয়েভ। যারফলে চলতি বছরে রয়েছে দেশজুড়ে বিশেষ করে উত্তর-পূর্ব এবং পশ্চিম ভারতে ব্যাপক গরম পড়ার সম্ভাবনা।

Advertisement

আরও পড়ুন: মহার্ঘ জ্বালানি! টানা ৬ দিনে পাঁচবার বাড়ল পেট্রল-ডিজেলের দাম

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে ক্রমশ উষ্ণ হয়ে উঠছে ভারতমহাসাগরের জল। ভারতমহাসাগরের পশ্চিম উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাড়ছে গরম এছাড়াও গত একদশকে এই অঞ্চলের সমুদ্র জলের উষ্ণতা বেড়েছে ১.৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যেখানে একদশকে গড় তাপমাত্রা বাড়া উচিত ০.৫ ডিগ্রি। এছাড়াও ১৯৫১ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রতিবছরে সমুদ্র জলের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.১৫ ডিগ্রি।

আরও পড়ুন: মোদির মন কি বাত: স্বচ্ছতার উপর জোর দেওয়ার বার্তা

Advertisement

সাম্প্রতিক একটি গবেষণায় Indian Institute of Tropical Meteorology (IITM) দেখিয়েছে যে ১৯৮২ থেকে২০১৮ সাল পর্যন্ত ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে হিট ওয়েভ বইয়েছে ৬৬ বার এছাড়াও বঙ্গোপসাগরে এর পরিমাণ তুলনামূলক ভাবে অনেক বেশি যথা ৯৪ বার। এখানেই শেষ নয়! পরিবেশে জলবায়ুর এই ব্যাপক তারতম্য নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে UN Intergovernmental Panel on Climate Change (IPCC)। UN Intergovernmental Panel on Climate Change (IPCC)- এর প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই শতাব্দীর শেষে সমুদ্রের জলে ডুবে যেতে পারে উপকূলবর্তী ভারতের বড়বড় শহরগুলি। এই তালিকায় রয়েছে Kolkata,Mumbai ও। এছাড়াও ক্রমাগত সমুদ্রের জলস্তর বৃদ্ধিতে ডুবে যেতে পারে উত্তর আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়া। তাহলে আর কি? এখন থেকে সচেতন হোন নাহলে ভবিষ্যতে আমাদের সকলের জন্য অপেক্ষা করছে সমূহ বিপদ।