কর্ণাটকের হোটেলে খুন বাস্তু বিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজী
Connect with us

দেশের খবর

কর্ণাটকের হোটেলে খুন বাস্তু বিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সরল বাস্তু বিশেষজ্ঞ চন্দ্রশেখর গুরুজীকে হত্যার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের হুবলি এলাকায়। যদিও কে বা কারা এই ঘটণা ঘটাল তা এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কর্ণাটকের হুবলি জেলার একটি বিখ্যাত হোটেলে ‘সরল বাস্তু’ খ্যাত চন্দ্রশেখর গুরুজিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

আরও পড়ুন: ‘নূপুর শর্মার শিরচ্ছেদ করলে বাড়ি দান করব’, ভাইরাল ভিডিয়োতে বিতর্ক

Advertisement

পুলিশের সন্দেহ, ব্যবসায়িক উদ্দেশ্যে শহরের প্রেসিডেন্ট হোটেলে গুরুজি এসেছিলেন কারও সঙ্গে দেখা করতে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হোটেলের রিসেপশনে তাঁকে ছুরি দিয়ে আঘাত করছে দুজন। সহিংস ঘটনায় আতঙ্কিত আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। এদিকে এই ঘটনায় পলাতক খুনিদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বগালকোটের বাসিন্দা, বাস্তু বিশেষজ্ঞ ঠিকাদার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি মুম্বইতে একটি চাকরি পান। যেখানে তিনি স্থায়ী কর্মচারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরে সেখান থেকে তিনি তার বাস্তু ব্যবসা শুরু করেন।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ভাসছে মুম্বই, বিপর্যস্ত রেল পরিষেবা

Advertisement

উল্লেখ্য, গত তিন দিন আগে তার পরিবারের একটি শিশু হুবলিতে মারা গিয়েছিল। যার জন্য তিনি সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। কিন্তু কি কারণে গুরুজীকে হত্যা করা হল তা এখনও স্পষ্ট নয়। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশও। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।