বৃষ্টিভেজা টোলপ্লাজায় গরুকে বাঁচাতে গিয়ে শূন্যে উড়ল অ্যাম্বুলেন্স, গতির বলি ৪
Connect with us

দেশের খবর

বৃষ্টিভেজা টোলপ্লাজায় গরুকে বাঁচাতে গিয়ে শূন্যে উড়ল অ্যাম্বুলেন্স, গতির বলি ৪

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃষ্টিভেজা রাস্তায় আর্ত রোগীকে নিয়ে ছুটে চলেছে অ্যাম্বুলেন্স। দ্রুত হাসপাতালে পৌঁছনো গেলে হয়ত প্রাণে বেঁচে যেতে পারেন গাড়িতে থাকা রোগী। আর তার জন্য দ্রুতবেগে গাড়ি চালাতে গিয়ে হল হিতে বিপরীত। দ্রুত গতির বলি হতে হল ৪ জনকে।

বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, কর্ণাটক রাজ্যের উদুপির জেলায়। শুধু তাই নয়, মর্মান্তিক এই ঘটনার CCTV ফুটেজ ভাইরাল হতেই হাড়হিম করা ছবি দেখে আতকে উঠছেন সবাই। ভাইরাল হওয়া ওই CCTV ফুটেজের ভিডিয়োতে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা টোলপ্লাজায় রয়েছে তিনটি ব্যারিকেড।

আরও পড়ুন: Big Breaking: ন্যাশনাল হেরাল্ড মামলায় ED-র দফতরে সনিয়া গান্ধী

Advertisement

একজন টোলপ্লাজা কর্মী দৌড়ে গেলেন। তাঁর মাথায় ছাতা। তড়িঘড়ি সরিয়ে দিলেন দু’টি ব্যারিকেড। আরও একজন টোলকর্মী কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। তাঁর দায়িত্ব আরেকটি ব্যারিকেড সরানো। নিজের দায়িত্ব পালনও করছিলেন তিনি। তবে অ্যাম্বুল্যান্সটি আচমকাই কার্যত উড়তে শুরু করে। টোলপ্লাজায় সজোরে ধাক্কা। ছিটকে পড়ে যান বেশ কয়েকজন। ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান ৪ জন।

আরও পড়ুন: পরিষ্কার করেই লাখপতি, কোথায় জানেন…

ভাইরাল হওয়া ওই সিসিটিভি ফুটেজের অন্য একটি ভিডিয়ো থেকে আরও দেখা গিয়েছে, টোল প্লাজার ব্যারিকেডের আগে মাঝ রাস্তায় একটি গরু বসে রয়েছে। অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিতে টোল প্লাজার এক কর্মী ব্যারিকেড সরাচ্ছেন এবং অন্য আরেক জন গরুটিকে তাড়াতে উদ্যত হলে সেই মুহুর্তে ব্যারিকেড ভেঙে কার্যত রাস্তায় ঘষতে ঘষতে টোলপ্লাজার ভিতরে ঢুকে উল্টে যায় অ্যাম্বুলেন্সটি। আর তারপর যা হল তা বলাই বাহুল্য!

Advertisement