পোল্ট্রির ফার্মে বিধ্বংসী আগুন, মুহুর্তের মধ্যে আগুনে ঝলসে গেল সাড়ে ৮ হাজার মুরগি
Connect with us

দেশের খবর

পোল্ট্রির ফার্মে বিধ্বংসী আগুন, মুহুর্তের মধ্যে আগুনে ঝলসে গেল সাড়ে ৮ হাজার মুরগি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধ্বংসী আগুনে পুড়ে মারা গেল প্রায় সাড়ে আট হাজার মুরগি। রবিবার ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আন্নুর এলাকায়। জানা গিয়েছে, বিধ্বংসী আগুনে পুড়ে ওই পোল্ট্রি ফার্মের অন্তত সাড়ে আটহাজার মুরগির মৃত্যু হয়েছে। তবে কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

জানা গিয়েছে, আন্নুরের অমবোথি গ্রামের বাসিন্দা গণেশ নামের এক ব্যক্তি ওই পোল্ট্রি ফার্মের মালিক। শনিবার রাত ৮টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দমকল কর্মীদের প্রচেষ্টায় ঘণ্টা দুয়েক পরেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন।

আরও পড়ুন: মূর্তি বসানো নিয়ে ঝামেলা, নিজামাবাদে জারি ১৪৪ ধারা

Advertisement

যদিও তারপরেও ওই ফার্ম থেকে কালো ধোঁয়া উড়তে থাকে বহুক্ষণ। আর সেই আগুনের তাপেই ওই ফার্মের সাড়ে আট হাজার মুরগির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। এদিকে, এই ঘটনায় অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ফার্মের মালিক।

প্রসঙ্গত, ছত্রপতি শিবাজির মূর্তি বসানো নিয়ে বিবাদের জের তেলেঙ্গানার নিজামবাদে জারি করা হল ১৪৪ ধারা। রবিবার ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার নিজামবা জেলার বোধন টাউন এলাকায়।

আরও পড়ুন: International Day of Happiness: সুখী দেশের সূচকে পিছিয়ে ভারত, জেনে নিন বিশ্বের সেরা পাঁচটি সুখী দেশের নাম

Advertisement

জানা গিয়েছে, ছত্রপতি শিবাজির মূর্তি বসানো নিয়ে স্থানীয় বিজেপি এবং এআইএমআইএম এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই বিষয়ে স্থানীয় বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরী বলেন যে, ”বোধন শহরের আম্বেদকর চৌরাস্তায় ছত্রপতি শিবাজীর একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল।যে রাস্তাটি মহারাষ্ট্র সীমান্তের সঙ্গে রয়েছে। আর ওই রাস্তায় এই মূর্তি বসানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.