স্কুল টাইমে রাস্তায় বড্ড ট্র্যাফিক জ্যাম, অভিযোগ জানাতে সটান থানায় হাজির খুদে
Connect with us

দেশের খবর

স্কুল টাইমে রাস্তায় বড্ড ট্র্যাফিক জ্যাম, অভিযোগ জানাতে সটান থানায় হাজির খুদে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিশ্বায়নের যুগে দিন যত যাচ্ছে ততই আধুনিক হয়ে উঠছি আমরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে আমাদের দৈনিক চাহিদা। আর এই দৈনিক চাহিদা মেটাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকে। তেমনই একটি সমস্যা নিয়ে নালিশ জানাতে সোজা পুলিশ স্টেশনে ছুটল বছর ছয়ের ইউকেজির এক ছাত্র। আর তার এই নালিশ জানানোর বিষয়টি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই খুদের সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটজনতা।

ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ছয় বছর বয়সী ইউকেজির ওই ছাত্র গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার পালামনারে স্থানীয় থানায় গিয়ে তার স্কুলের চারপাশে যানজটের বিষয়ে অভিযোগ করছিল। পুলিশ কাকুদের কাছে রাস্তার ট্র্যাফিক জ্যামের কথা জানানোর বিষয়টি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

আরও পড়ুন: মূর্তি বসানো নিয়ে ঝামেলা, নিজামাবাদে জারি ১৪৪ ধারা

Advertisement

ভাইরাল ভিডিয়োটিতে তাকে বলতে শোনা গিয়েছে যে, দিনের ব্যস্ত সময়ে তার স্কুলের সামনের রাস্তায় বড়বড় ট্রাক দাঁড়িয়ে থাকে। যারফলে স্কুল টাইমে রাস্তায় খুব জ্যাম হয়। রাস্তা পারাপার করতে সমস্যা হয়। শুধু তাই নয়, রাস্তার উপর সার দিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকগুলির জন্য যেকোনও সময়ে বড়সড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও পুলিশের আশঙ্কা প্রকাশ করেছে কার্তিক নামের ওই স্কুল পড়ুয়া।

আরও পড়ুন: ওঁরা বোঝে না শরণার্থী কথার মানে! সীমান্তে দুই খুদের সঙ্গে খেলায় মত্ত স্লোভাক পুলিশ

শুধু তাই নয়, এদিন তার সমস্ত অভিযোগ খুব মন দিয়ে শোনেন থানার ইন্সপেক্টর এন ভাস্কর। খুব দ্রুত তার এই অভিযোগের সমাধান করা হবে বলেও ওই শিশুটিকে আশ্বস্ত করেন তিনি। এছাড়াও ভবিষ্যতে কখনও কোনও সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তাঁকে যেন জানানো হয় এর জন্য নিজের মোবাইল নম্বরও ওই খুদে পড়ুয়াকে দিয়ে দেন পুলিশ অফিসার।

Advertisement