দিল্লি থেকে ছেড়ে দোহাগামী বিমান গেল করাচি
Connect with us

দেশের খবর

দিল্লি থেকে ছেড়ে দোহাগামী বিমান গেল করাচি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  গত কয়েকবছরে সারা বিশ্বে বহু বিমান অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়াও অনেক বিমান দুর্ঘটনার খবরও মিলেছে। সুতরাং বিমান ছাড়ার পর নির্দিষ্ট স্থানে না গিয়ে যদি পথ পরিবর্তন করে অন্য দিকে চলে যায় তাহলে যাত্রী, বিমান সংস্থা এবং সরকারের কাছে এবং বিমানে অবতরনকারী মানুষের পরিজনের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। পাশাপাশি সারা বিশ্বের কাছেও যথেষ্ট আতঙ্কের বিষয় বটে এটি। সেই রকম এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সোমবার।

এদিন সকালে দিল্লি থেকে দোহার উদ্দেশে রওনা হয় একটি  বিমান। দোহাগামী ওই বিমানটিতে ১০০ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, দিল্লি থেকে ছাড়ার পর দোহা না গিয়ে পথ পরিবর্তন করে পাকিস্তানের করাচি বিমানবন্দরে ল্যান্ড করে বিমানটি। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়, আতঙ্কিত হয়ে পড়েন বিমান যাত্রীরা।

আরও পড়ুন:  পোল্ট্রির ফার্মে বিধ্বংসী আগুন, মুহুর্তের মধ্যে আগুনে ঝলসে গেল সাড়ে ৮ হাজার মুরগি

Advertisement

এরপরই দিল্লি বিমানবন্দর থেকে দোহা বিমানবন্দরের সঙ্গে এবং করাচি বিমান বন্দরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এরপরেই আসল সত্য সামনে আসে। জানা গিয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা নয়, যান্ত্রিক ত্রুটির জন্য বিমান জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। এরপর ওই বিমানটির যান্ত্রিক ত্রুটি মেরামত করে দোহার উদ্দশ্যে রওনা দেবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ছত্রপতি শিবাজির মূর্তি বসানো নিয়ে বিবাদের জের তেলেঙ্গানার নিজামবাদে জারি করা হল ১৪৪ ধারা। রবিবার ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার নিজামবা জেলার বোধন টাউন এলাকায়।

আরও পড়ুন: গুজরাটের কেভদিয়া জঙ্গল সাফারিতে ৫৩টি বন্যপশু ও পাখির অস্বাভাবিক মৃত্যু, প্রশ্ন উঠছে নমোর স্বপ্নের প্রকল্প নিয়ে

Advertisement

জানা গিয়েছে, ছত্রপতি শিবাজির মূর্তি বসানো নিয়ে স্থানীয় বিজেপি এবং এআইএমআইএম এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাঁধে। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই বিষয়ে স্থানীয় বিজেপি সাংসদ অরবিন্দ ধর্মপুরী বলেন যে, ”বোধন শহরের আম্বেদকর চৌরাস্তায় ছত্রপতি শিবাজীর একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল।যে রাস্তাটি মহারাষ্ট্র সীমান্তের সঙ্গে রয়েছে। আর ওই রাস্তায় এই মূর্তি বসানো নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়।

Continue Reading
Advertisement