International Day of Happiness: সুখী দেশের সূচকে পিছিয়ে ভারত, জেনে নিন বিশ্বের সেরা পাঁচটি সুখী দেশের নাম
Connect with us

আন্তর্জাতিক

International Day of Happiness: সুখী দেশের সূচকে পিছিয়ে ভারত, জেনে নিন বিশ্বের সেরা পাঁচটি সুখী দেশের নাম

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে'(World Happiness Day 2022)। প্রতিবছর ২০ মার্চ সারা বিশ্বজুড়ে বিশেষ এই দিনটি পালন করা হয়ে থাকে। তবে আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০২১২ সালের ২৮ জুন তারিখে জাতিসংঘের মঞ্চে সর্বপ্রথম এই দিনটি পালনের কথা বলা হয়। তারপর থেকে প্রতিবছর বিশ্বজুড়ে নানা থিম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন করা হয়ে আসছে।

যদিও বিশ্ব হ্যাপিনেস ডে’তে আমরা যে কতটা ‘হ্যাপি’বা সুখী তা হলফ করে বলা বেশ মুস্কিল। হানাহানির এই পরিবেশে যেখানে বেঁচে থাকায় দুস্কর, সেখানে আমি বা আমরা সকলে কতটা সুখী তা আর বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাপিনেস বলতে কেবলমাত্র প্রকৃত অর্থে আর্থিক সচ্ছলতা বা সম্পত্তি,বিষয়-আশয়ের প্রাচুর্য থাকা নয়। এই পৃথিবীতে প্রকৃত সুখী মানুষ হলেন তিনি যিনি নিজের স্বল্প প্রাপ্তি বা যা আছে তা নিয়েই খুশি থাকেন বা ছোটো ছোটো জিনিসের মধ্যে সুখ খোঁজার চেষ্টা করেন।

তবে এই সুখের অর্থ বা সংজ্ঞা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে ভিন্ন-ভিন্ন। কারও কাছে সুখ মানেই শুধুই টাকাপয়সা বৈভব। আবার কারও কাছে সুখ মানে নিজের মতো করে সময় কাটানো। ঘুরতে যাওয়া, গান শোনা। গল্পের বই পড়া অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানো। যদিও রুশ-ইউক্রেন দ্বন্ধের মধ্যেই বিশ্ব হ্যাপিনেস ডে’র প্রাক্কালে প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা সুখী দেশের তালিকা। যেখানে সবার উপরে রয়েছে ফিনল্যান্ড। বর্তমানে ইউরোপ মহাদেশের এই দেশটি হল সবথেকে বেশি হাসিখুশির দেশ।

Advertisement

আরও পড়ুন: Google Doodle: ‘নওরোজ’ পালনে সকাল থেকেই বিশেষ সাজে গুগল, জেনে নিন বিশেষ এই দিনটির অজানা ইতিহাস

অন্যদিকে, বিশ্ব হ্যাপিনেস দেশের তালিকায় সবথেকে নিম্নে রয়েছে আফগানিস্তান। তালিবান অধ্যুষিত এই দেশ হল বর্তমানে বিশ্বের সবথেকে বেশি অসুখী দেশ। যদিও এই তালিকায় খুব একটা উপরে নেই ভারত-বাংলাদেশ,পাকিস্তান। তবে জাতিসংঘের তরফে প্রকাশিত ওই রিপোর্টে এর আগে সুখী দেশের সূচক হিসেবে ভারতের স্থান ছিল ১৩৯ তে। তবে ২০২২ সালে কিছুটা উন্নতি করে তিনধাপ উপরে উঠে ১৩৬ তম সুখী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। তবে বিশ্বের সবথেকে সুখী দেশ হল, ফিনল্যান্ড, সুইডেন, গ্রীনল্যান্ড, ডেনমার্ক। এছাড়াও নেদারল্যান্ডস বিশ্ব সুখী দেশের সূচকে পাঁচ নম্বর স্থানে রয়েছে বলে প্রকাশিত হয়েছে ওই রিপোর্টে।

শুধু তাই নয়, সুখী দেশের সূচক টেবিলে ভারতের অবস্থান অনেকটাই আশাহত করেছে। কারণ সুখী দেশ হিসেবে ভারতের তুলনায় এগিয়ে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা। এর আগে ভারতের স্থান ১৩৯ নম্বরে থাকলেও এবছর কিছুটা উপরে অর্থাৎ সুখী দেশের সূচকে ভারতের র‍্যাংক ১৩৬। বাংলাদেশ রয়েছে ৯৪ ও পাকিস্তান রয়েছে ১২১ নম্বরে।

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানের শিয়ালকোট সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণ, ঘণীভূত হচ্ছে ইমরান খানের সরকার পতনের রহস্য

প্রসঙ্গত, গত ২৫ দিন ধরে অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর এই দুই দেশের যুদ্ধ শুরুর আগেই জাতিসংঘের তরফে এই রিপোর্ট তৈরি করা হয় এবং অতিসম্প্রতি সেই তালিকা প্রকাশ করা হয়। আর সেখানেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। যদিও জাতিসংঘের রিপোর্টে যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেনের সুখী দেশের সূচক টেবিলে র‍্যাংক রয়েছে যথা ৮০ ও ৯৪ নম্বরে।

Advertisement
Continue Reading
Advertisement