বাংলার খবর
Bankura Crime: সাইড দেয়নি গাড়ি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে শ্রীঘরে যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্পঞ্জ আয়রন বোঝাই একটি লরির চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগে গ্রেফতার এক যুবক। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম তন্ময় গোস্বামী। বাড়ি তালডাংরায়।
আগ্নেয়াস্ত্রটি সরকারী লাইসেন্স প্রাপ্ত বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক দশ হাজার টাকা বন্ডের বিনিময়ে অভিযুক্তর জামিন মঞ্জুর করেন।
অভিযোগকারী ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় একটি লরি স্পঞ্জ আয়রন বোঝাই করে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর ও নতুনগ্রামের মাঝামাঝি আসতেই লরিটির পিছনে এসে পড়ে একটি ছোট গাড়ি। সামনে সাইকেল চালক থাকায় লরি চালক পিছনের ছোট গাড়িটিকে বেশ কিছুক্ষণ রাস্তা ছাড়তে পারেননি।
আরও পড়ুন: হিন্দমোটরেই তৈরি হবে মেট্রো রেলের কোচ, উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে
অভিযোগ মিনিট দুয়েক এভাবে চলার পর ছোট গাড়িটি কোনও ভাবে লরিটিকে ওভারটেক করে লরির রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। ছোট গাড়ি থেকে তন্ময় গোস্বামী নেমে লরি চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসাতে থাকে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন জড়ো হয় ঘটনাস্থলে।
আরও পড়ুন: Bankura News: গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে বেপাত্তা, পুলিশের জালে পোস্টমাস্টার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকর্মীদের সঙ্গেও তন্ময় গোস্বামী দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এরপরই লরি চালকের অভিযোগের ভিত্তিতে তন্ময় গোস্বামীকে গ্রেফতার করে ওন্দা থানার পুলিশ। অভিযুক্তর আইনজীবী বলেন তন্ময় গোস্বামীর কাছ্র থাকা বন্দুকটির বৈধ লাইসেন্স রয়েছে।
আরও পড়ুন: CBSE: দশমের পরীক্ষায় তাক লাগানো ফল, বাবা-মা হারা মেয়ে পেল ৯৯.৪ শতাংশ
আরও পড়ুন: Parliament Monsoon Session: সংসদে বিশৃঙ্খলার অভিযোগ, সাসপেন্ড তৃণমূলের ৩ সাংসদ