৩য় হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১
Connect with us

Uncategorized

৩য় হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সিনেমার শহর কলকাতায় ‘হট্টমেলা’ একটি সার্বিক সাংস্কৃতিক সংগঠনের পরিচালনায় শুরু হতে চলেছে – ‘তৃতীয় হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’ । আগামী ১১ ও ১২ ডিসেম্বর,২০২১ প্রত্যেহ সকাল ১১ টা থেকে ৭টা পর্যন্ত এই নানা দেশের সিনেমা প্রদর্শন করা হবে । স্থান- রাজা রামমোহন লাইব্রেরী হল,কলকাতা – ৯ এই বারের অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে – বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার শ্রী তপন সিংহ এর স্মৃতির উদ্দেশ্যে ।
১২ টা দেশের স্বল্পদৈর্ঘ্যের সিনেমা নির্বাচিত হয়েছে ।

দেশগুলি যথাক্রমে – ভারত,বাংলাদেশ,ইউ.কে,কানাডা,আর্জেন্টনা,স্পেন,জার্মানী,সাইবেরিয়া, ইতালী,ইরান,কুর্দিস্তান, ইউনাইটেড আরব আমিরাত । শুভ উদ্বোধন ১১ ডিসেম্বর ১১টায় এবং ১২ ডিসেম্বর দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত অতিথি বরণ,চলচ্চিত্র সংক্রান্ত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান । উৎসবে প্রধান অতিথিরা হলেন- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক – শ্রী রাজা সেন,জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রকর তথা শিল্প নির্দেশক- শ্রী সমীর কুণ্ডু,জাতীয় চলচ্চিত্রগ্রাহক- শ্রী অসীম বোস,বিশিষ্ট অভিনেতা-শ্রী ভীষ্ম গুহঠাকুরতা,এবং বিশেষ অতিথি,

গণ মাধ্যম গবেষক – শ্রী অভিজিৎ মুখোপাধ্যায় ।এই Film festival এর সার্বিক উদ্যোক্তা,পরিচালনা ও আয়োজনে – শ্রী কৌশিক রায় (পাউ) তিনি এই চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও কার্য পরিচালক । 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.