বিদেশের খবর
হিজাবি বিক্ষোভে এক মাসে ১৪২ জনকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান

বেঙ্গল এক্সপ্রেস: হিজাবি বিরোধী আন্দোলনে পর থেকেই ইরানের বাড়ছে মৃত্যুদণ্ডের হার। গত বছর ইরানে হিজাব নিয়ে শুরু হয়েছিল বিভিন্ন আন্দোলন। এই আন্দোলনে আদালতে পাশের সাজাপ্রাপ্তদের বড় অংশই দোষী সাব্যস্ত হচ্ছে রাষ্ট্রদ্রোহী এর অভিযোগে।
এই বছর শুধুমাত্র গত মে মাসে ইরানে ১৪২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। নরওয়ের মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস তেহারানের সরকারি তথ্য উদ্ধৃত করে জানিয়েছে চলতি মাসে সেই দেশে ৩৬০ জনেরও বেশি বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছেন।
আরও পড়ুন-স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? বাসর রাতেই মৃত্যু নব দম্পতির
আই এইচ আর এর রিপোর্টের দাবী যে গত বছর 2022 সালের মে মাসের মৃত্যুর হার অনুযায়ী 2023 সালের মে মাসের মৃত্যুর হার-75% পার্সেন্ট বেড়ে গিয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরের তেহরান পুলিশের হেফাজতে হিজাব না পরার অপরাধে আটক তরুণী মহাশা আমিনের রহস্য মৃত্যুর পরে ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল সেই বিক্ষোভকারীদের একাংশ কে ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। চলতি বছরের গত মে মাসে প্রত্যেকদিন চারজন করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেখানে।