দেশের খবর
গোপন ভিডিও ভাইরালে বিতর্কের মুখে বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজ

বেঙ্গল এক্সপ্রেস: শরিফুল রাজ এবং পরীমনি বাংলাদেশের এই দুই সেলিব্রেটি নিয়ে তো কম চর্চা হয় না। দুইজনই যেন বাংলাদেশের খবরের শিরোনামে, শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ছেড়ে এবার ভারতেও তাদেরকে নিয়ে হচ্ছে আলোচনা।
শরিফুল রাজ এবং পরীমনি এবং তাদের সন্তানকে নিয়ে ভালোই সংসার করছিলেন এদের মধ্যে হঠাৎ রাজের ফেসবুকে ফাঁস হয়ে যায় তার অভিনেত্রী বান্ধবীদের গোপন ভিডিও। আর সেই ভিডিওদের মধ্যে অভিনেত্রী সুনেরহ বিনতে কামাল পরোক্ষভাবে নায়িকা পরিমনির দিকে আঙ্গুল তুলছেন। যার দিকে আঙুল তুলছেন তিনিও তো আর কম নয়। তিনিও সঠিক প্রমাণ করতে নানা রকম মন্তব্য করেছেন। শেষ দশ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই রাজের। এত কিছু ঘটে যাওয়ার পরও মুখ বন্ধ করেছিলেন শরিফুল রাজ। এইসব ঘটনা নিয়ে রাজ মুখ খুলতে না চাইলেও অবশেষে নীরবতা ভাঙ্গলেন অভিনেতা শরিফুল রাজ।
আরও পড়ুন- বিয়ের জল গায়ে পড়লেই মেয়েরা মোটা হয়ে যায় কেন? জানুন বিস্তারিত
ফেসবুকে একটি লম্বা পোস্ট করে অভিনেতা জানিয়েছেন যে, জীবনে বেড়ে ওঠার সঙ্গে কিছু কিছু মানুষের সঙ্গে লিঙ্গ,বর্ণ, বয়সের ঊর্ধ্বে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু সমস্যা হয় যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কে মাঝখানের লইঙ্গিক পরিচয় সীমা রেখা টেনে আনে। ব্যাপারটাকে অন্য রাস্তায় নিয়ে যেতে চায়। তখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ “টক অফ দ্যা টাউন” পরিণত করতে চায়।
শরিফুল রাজ আরো লেখেন যে, আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি যারা আমার খুব ভালো বন্ধু ও অনেক দিনের পুরনো বন্ধু সে বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্থা শিকার হতে হলেও বলে আমার সকল শুভাকাঙ্ক্ষী সমর্থক ও সমালোচকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমাদের এই বন্ধুত্বের আড্ডার ঘটনা নোংরা উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।