Uncategorized
সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভবনা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহের শুরুতেই খুশির খবর। সোমবার কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে এখনই ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে পশ্চিমের জেলাগুলিও বৃষ্টি হবে। এদিকে, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানেও আগামী সপ্তাহে টানা বৃষ্টির ইঙ্গি পাওয়া গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে এবছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যান প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে।