তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ক্লাসেই শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে! 
Connect with us

Uncategorized

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ক্লাসেই শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে! 

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ক্লাস রুমেই শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে! ঘটনার জেরে স্কুলে ঢুকে অভিযুক্ত পার্শ্ব শিক্ষকের ওপর চটি-জুতো নিয়ে চড়াও হল ছাত্রীর পরিবার সহ স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়ির এক প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গিয়েছে, ওই পার্শ্ব শিক্ষক ক্লাসরুমে প্রায়ই ওই ছাত্রীর গায়ে আপত্তিজনকভাবে হাত দিতেন। ভয়ে ছাত্রী বাড়িতে কিছু বলত না। কিন্তু মাঝেমধ্যেই সে স্কুলে যেতে চাইত না। আবার ওই ছাত্রী স্কুলে না এলে অভিযুক্ত শিক্ষক অন্য ছাত্রীদের কাছ থেকে তার খোঁজ নিতেন বলেও অভিযোগ পরিবারের।

গত বৃহস্পতিবার এক ছাত্রীর কাছ থেকে এই ঘটনা জানতে পারেন নির্যাতিতা ওই ছাত্রীর মা। তাপর বাড়িতে গিয়ে তিনি মেয়েকে জিজ্ঞাসা করলে, সে সব ঘটনা খুলে বলে। শুক্রবার স্কুল ছুটি ছিল। তাই শনিবার ওই ছাত্রীর মা, পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্কুলে হাজির হয়। সেইসময় অভিযুক্ত পার্শ্বশিক্ষকও স্কুলে ছিলেন। তাঁকে দেখা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ছাত্রীর পরবিরা সহ তাদের সঙ্গে আসা অন্যান্যরা। চটি-জুতো নিয়ে টিচার্স রুমে ঢুকে অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হন মহিলারা। শিক্ষককে ভেতরে আটকে বাইরে থেকে তালা দিয়েও দেওয়া হয়।

Advertisement

পরিস্থিতি উওপ্ত দেখে স্কুল কতৃপক্ষ খবর দেয় ধুপগুড়ি থানায়। সেখান থেকে বিশাল পুলিশবাহিনি এবং র‍্যাফ এসে পরিস্থিতির সামাল দেয়। এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে ধুপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীর মা-সহ স্থানীয়রাও। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁরা উর্ধ্বতন কতৃপক্ষকে গোটা ঘটনা জানিয়েছেন। যা ব্যবস্থা নেওয়ার তারাই নেবে।

Advertisement