Uncategorized
বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রমজান মাসের শেষে আজ মঙ্গলবার খুশির ইদ (Eid-Ul-Fitr 2022)। ইদের আনন্দে সামিল বাংলা সহ গোটা দেশ। মঙ্গলবার সকালের বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবারের মতোন এবারও খুশির ইদে সামিল হতে রেড রোডে নামাজে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
মঙ্গলবার সকালে সবাইকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ”দেশের অবস্থা ঠিক নেই। লাগাতার অশান্তি লাগানোর চেষ্টা চলছে। দেশে বিভাজনের রাজনীতি চলছে।” তিনি আরও বলেন, ”আমরা মাথা নোয়াব না। আমরা গড়তে জানি। আমরা ঐক্যবদ্ধ থাকতে জানি। আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছে মানুষ।”
আরও পড়ুন: হাঁসখালি ঘটনায় উল্টে বিপাকে বিজেপি, হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা
মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে অনেকের হিংসে হয়। বাংলার মতো সাপ্রদায়িক সম্প্রীতি অন্য কোনও রাজ্যে নেই। বিশেষ এক সম্প্রদায়কে আইসোলেটেড করে দেওয়া বরদাস্ত করব না। তৃণমূল থাকতে, দিদি থাকতে এই বাংলায় বিভাজনের রাজনীতি করতে দেব না। এখানে সকল ধর্মের মানুষ হিন্দু-মুলিম ,শিখ ইশাই – সকলকেই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। মিথ্যা আচ্ছে দিন আর নয় এবার সত্যিকারের সকলের জন্যই আচ্ছে দিন নিয়ে আসার উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার।”
Eid Mubarak!
Wishing everyone lots of happiness, peace, prosperity and good health.
Pray that our bonds of unity and harmony strengthen further. May Allah bless all.— Mamata Banerjee (@MamataOfficial) May 3, 2022
আরও পড়ুন: সময় হয়েছে জনতার কাছে যাওয়ার, নতুন দল গড়ছেন পিকে
এদিন ইদের নামাজের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”বর্তমানে দেশের অবস্থা ও পরিস্থিতি ভালো নয়। ধর্মের নামে হিংসার রাজনীতি করা হচ্ছে। এভাবে বেশি দিন চলবে না। ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করতে দেওয়া যাবে না বলেও তিনি জানিয়েছেন। মমতা বলেন ধর্মের নামে যারা হিংসার রাজনীতি করে তাদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূল সরকার। সেই লড়াইতে সাফল্যের জন্য সকলে যেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থনা করে – সেই আবেদনও জানিয়েছেন তিনি।