Uncategorized
ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ স্বামী, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ চা বাগান শ্রমিকের স্বামী। অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
জানা গিয়েছে, কোতয়ালি থানার ভান্ডি গুঁড়ি চা বাগানের ভাটা লাইনের বাসিন্দা সুজিতা মুন্ডা। তাঁর স্বামী রাজু মুন্ডা সহ বেশ কয়েকজনকে অন্ধ্রপ্রদেশে কাজ দেওয়ার নাম করে নিয়ে গিয়েছেন ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের প্রকাশ ওরাও।
সূত্রের খবর, গত ১০ জুনের পর থেকে সুজিতা মান্ডি তাঁর স্বামীর কোনও খোঁজ পাচ্ছিলেন না। যার ফলে নিখোঁজ স্বামীর সন্ধান পেতে এদিন তিনি আবার থানায় আসেন। যদিও সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ।
আরও পড়ুন: প্রশ্নের জবাব দিতে না পারায় অধ্যক্ষের গালে সপাটে চড়, মুহুর্তে ভাইরাল BJD নেতার কীর্তি
এই বিষয়ে চা বাগান মজদুর ইউনিয়নের নেতা বলেন, ”এর আগেও এই মহিলা কোটওয়ালি থানায় এসে স্বামী নিখোঁজ হবার বিষয়ে মিসিং ডায়েরি করতে চেয়ে ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় থানা মিসিং ডায়েরি জমা না নিয়ে বলেন, ”অন্ধ্রপ্রদেশে গিয়ে নির্দিষ্ট থানায় ডায়েরি করতে। একজন সাধারণ চা বাগান শ্রমিক কি করে ভিন রাজ্যে গিয়ে অভিযোগ জানাবে? তাই আজ আমরা সিটুর পক্ষ থেকে এসেছি থানায়”।