বিদেশের খবর
“ইতিহাসের সব থেকে বড় দাবানল” কোথায় হয়েছে জানেন? বিস্তারিত পড়ুন

বেঙ্গল এক্সপ্রেস: উত্তর আমেরিকা সহ কানাডার বনাঞ্চলে ভয়াবহ দাবানল লেগেছে। যার কারনে দুই দেশের প্রায় ১০ কোটি মানুষ সমস্যার শিকার হয়েছেন। ইতিহাসের সব থেকে ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার দক্ষিণ অংশে ৩৮ লক্ষ হেক্টর জঙ্গল এলাকায় এই দাবানল লেগেছে। কানাডার সরকার থেকে জানানো হয়েছে যে, অতিরিক্ত গরমের কারণে এমনটা হয়েছে। এই দাবানলের কারণে পার্শ্ববর্তী উত্তর আমেরিকার বিভিন্ন অংশে বেড়ে গিয়েছে দূষণের মাত্রা।
আরও পড়ুন-খুনের প্রমাণ লোপাট করতে গরম জলে প্রেমিকার দেহাংশ ফেললেন প্রেমিক
এই দাবানলের কারণে কানাডায় প্রায় 20000 মানুষকে নিরাপদ স্থানে না হয়েছে এবং এখনো আমাদের দেড়শ টি অগ্নিকাণ্ড সক্রিয় করা হয়েছে। কানাডার দাবানলের জন্য উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার ধোয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অনেকগুলো বিমান বাতিল করতে হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও খেলাও বাতিল করতে হয়েছে গত কয়েকদিনের।