দেশের খবর
খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন, ২৪ বছর বয়সি ভারতের এক যুবক।
থাকতেন কানাডার ব্রাম্পটন শহরে। সেই শহরেই এক বিজনেস স্কুলে পড়তেন তিনি। পড়াশোনার সাথে নিজের সামান্য কিছু খরচ চালানোর জন্য তিনি

বেঙ্গল এক্সপ্রেস: পড়াশোনা করতে গিয়ে প্রাণ দিয়ে আসতে হলো বিদেশের মাটিতে, ভারতের এক যুবককে। ২৪ বছর বয়সের ওই ছাত্রের নাম গুরবিন্দর নাথ। থাকতেন কানাডার ব্রাম্পটন শহরে। সেই শহরেই এক বিজনেস স্কুলে পড়তেন তিনি। পড়াশোনার সাথে নিজের সামান্য কিছু খরচ চালানোর জন্য তিনি এক খাদ্য সরবরাহকারী সংস্থার ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করতেন।
যেদিন এই মর্মান্তিকর ঘটনা ঘটেছে সেই দিনও গুর মিশি সাগর ব্রিটানিয়া এবং ক্রেডিট এলাকায় পিজ্জা ডেলিভারি দিতে গিয়েছিলেন। এত দূর অব্দি সবকিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ ডেলিভারি দিতে যাওয়ার সময় রাস্তায় তাকে বেশ কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী অনেক মারধর করে এবং তার কাছ থেকে তার নিজের গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এই মর্মান্তিকর ঘটনা দেখে সেখানকার বাসিন্দারা এগিয়ে এসেছিলেন তারা এই ভারতীয় ছাত্রকে একটি ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুতেই আর কাজ হয়নি। তাকে বাঁচানো যায়নি ১৪ই জুলাই তার মৃত্যু হয়।
আরও পড়ুন-আপনি কি পাওয়ার ব্যাংক কেনার কথা ভাবছেন? তাহলে এই সংবাদটি আপনার জন্য।
কানাডার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গাড়ি চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা সেই জায়গাতে খাবার অর্ডার করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে, ডেলিভারি বয় কে তাদের ডেরায় ডেকে নিয়ে এসে তার গাড়িটি ছিনতাই করবে। দুর্ভাগ্যক্রমে সেইদিন খাবার দিতে গিয়েছিলেন ভারতের সেই নওজোয়ান। ভালো সৎ কাজ করতে গিয়েও বেঘরে প্রাণটা দিয়ে আসতে হল ভারতের সন্তানকে।