দেশের খবর
কাশ্মীরি পন্ডিতের হত্যার প্রতিবাদে উত্তাল ভূস্বর্গ, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভূস্বর্গে কাশ্মীরি পন্ডিত হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিহত পন্ডিত রাহুল ভাটের পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাশ্মীরের চদুরা টাউনের জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ হারাণ ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাহুল ভাট (Rahul Bhat)। বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটে উপত্যকার চদুরা (Chadoora) গ্রামে।
স্থানীয় তহশিলদারের কার্যালয়ে ঢুকে রাহুলকে নিশানা করে জঙ্গিরা। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। তাতে গুরুতর জখম হন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দফায়-দফায় উত্তপ্ত হয়ে ওঠে বুদগামের এয়ারপোর্ট লাগোয়া রাস্তা। ঘটনায় বিক্ষোভকারিদের হঠাতে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে পুলিশকে উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করতে এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে।
#WATCH Police fire tear gas shells at protestors to prevent them from moving towards the Airport Road in Budgam during their protest demonstration against the recent killings of Kashmiri Pandits in the Union Territory pic.twitter.com/EPHvomqH9j
— ANI (@ANI) May 13, 2022
অন্যদিকে রাহুল ভাটের মৃত্যুর প্রতিবাদ জানাতে গিয়ে সংবাদ সংস্থা ANI দেওয়া এক সাক্ষাৎকারে অমিত নামের একজন কাশ্মীরি পণ্ডিত বলেন, “এলজি প্রশাসনের উচিত আমাদের নিরাপত্তা দেওয়া, অন্যথায় আমরা আমাদের নিজ নিজ পদ থেকে গণ পদত্যাগ করব।”
আরও পড়ুন: অশান্ত উপত্যকা, জঙ্গি হামলায় নিহত কাশ্মীরের স্পেশ্যাল পুলিশ অফিসার
অন্য এক প্রতিবাদকারী বলেন, “প্রশাসন যদি জনগণের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস দিতে পারে, তাহলে কি গতকাল সন্ত্রাসীদের ধরতে পারত না?”
আরও পড়ুন: অপূর্ণ রয়ে গেল তাজ-কাহিনী শোনার ইচ্ছা, আদালতে খারিজ বিজেপি নেতার জনস্বার্থ মামলা
এই বিষয়ে মেহবুবা মুফতি এক টুইট বার্তায় বলেন, ”গৃহবন্দী করা হয়েছে কারণ কাশ্মীরি মুসলমান এবং পণ্ডিতরা একে অপরের ব্যথার প্রতি সহানুভূতি প্রকাশ করে। তাদের হিংস্র সাম্প্রদায়িক বর্ণনার সঙ্গে খাপ খায় না।”