জনতার দুয়ারে সঠিক সময়ে পৌঁছচ্ছে না রসগোল্লা, প্রতিবাদে ৪০ ঘণ্টা রেল অবরোধ
Connect with us

দেশের খবর

জনতার দুয়ারে সঠিক সময়ে পৌঁছচ্ছে না রসগোল্লা, প্রতিবাদে ৪০ ঘণ্টা রেল অবরোধ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রসে ভরা ‘রসগোল্লা’। তুলতুলে নরম আর ধবধবে সাদা এই গোলাকার এই মিষ্টান্নের সুখ্যাতি ভূভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের প্রায় প্রতিটি কোণে রয়েছে।

ভারতে থাকেন অথচ মিষ্টি খেতে ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া বেশ দুষ্কর। শুধু তাই নয়, রসগোল্লার প্রতি মানুষের মিষ্টান্ন প্রীতি এতটাই বেশি যে এই ‘রসগোল্লার জন্য প্রায় ৪০ ঘণ্টা বন্ধ থাকল দেশের লাইফ লাইন ‘ট্রেন পরিষেবা’। একদিনের বেশি সময় ধরে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। ট্রেন অবরোধের জেরে যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনের।

কোথায় ঘটল এমন ঘটনা? বাংলারই পড়শী রাজ্য বিহারের ঘটনা। সেখানের রসগোল্লার জন্য তাদের অন্যতম ব্যস্ত রেলপথ পটনা-হাওড়া রুটে ৪০ ঘণ্টা বন্ধ রাখতে হল ট্রেন চলাচল। বাতিল করতে হল ৯১ টি ট্রেন। পথ বদলাতে হল আরও অন্তত ১৩১টি ট্রেনকে।

Advertisement

আরও পড়ুন: বানচাল অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ লস্কর জঙ্গি

জানা গিয়েছে, বিহারের লক্ষ্মীসরাই জেলার বাহরিয়া স্টেশনের ঘটনা। ছোট্ট স্টেশন। ছোট্ট শহরতলিও। তবে বাহরিয়া টাউনের আড়াইশো দোকান শুধু রসগোল্লা ব্যবসার সঙ্গেই যুক্ত। রসগোল্লাই বাহরিয়ার বাহার। অর্থনীতির অক্সিজেন। বিয়ের মরশুমে তাই খুব জরুরি বাহরিয়ায়। এখান থেকে পাটনা, দ্বারভাঙা, মুজফ্ফরপুর, গয়ায় বিয়ের মিষ্টি যায়। অথচ সেই মিষ্টি পাঠাতেই এখন কালঘাম ছুটছে বাহরিয়ার রসগোল্লা টাউনের ময়রাদের।

সড়ক পথে গন্তব্যে রসগোল্লা পৌঁছে দিতে তিনগুন ভাড়া চাইছে গাড়ি। দাম বেড়েছে জ্বালানির। খরচ বেশি হচ্ছে। তাই আগে যেখানে ১২০ কিলোমিটার দূরের পাটনায় রসগোল্লা পৌঁছতে মাত্র ৫৫টাকা খরচ হত, সেখানে এখন তার তিন চারগুণ বেশি খরচ হচ্ছে। আরও দূরে মিষ্টি পাঠাতে পরতায় পোষাচ্ছে না রসগোল্লা ব্যবসায়ীদের। এই অবস্থায় তাঁরা যে ট্রেনে করে রসগোল্লা পাঠাবেন সেই উপায়ও নেই। কারণ ছোট্ট স্টেশনে অর্ধেক ট্রেনই থামে না।

Advertisement

আরও পড়ুন:‘ভারত মানেই ব্যবসা’, দাবি প্রধানমন্ত্রীর

এই অবস্থায় তাই জীবীকার প্রয়োজনে রেলেরই দ্বারস্থ হয়েছে বাহরিয়া। তবে চিঠি লিখে অনুরোধ করেনি। রসগোল্লা টাউনের বাসিন্দারা সোজা রেললাইনেই হত্যে দিয়েছেন সার বেঁধে। অবরোধ তুলতে নারাজ টাউনবাসীদের শেষে কথা দিতে বাধ্য হয়েছে রেল। ১৫ দিনের মধ্যেই অধিকাংশ দূরপাল্লার ট্রেন দাঁড়াবে বাহরিয়ায়। তারপরই রেল চলাচল শুরু হয়েছে পাটনা-হাওড়া রুটে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.