দেশের খবর
উত্তরপ্রদেশে পথদুর্ঘটনা, শিশু সহ মৃত ৩

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাইক-অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারালেন ১ শিশু সহ মোট ৩ জন। আহত আরও ৫ জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোইয়ের কাটরা-বিলহাউর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, একটি বাইক ও একটি অটোর সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষে ১ শিশুসহ ৩ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গুরুত্বর অবস্থায় আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নয়, রাস্তায় নেমে আন্দোলনের বার্তা অভিষেকের
সূত্রের খবর, উত্তরপ্রদেশের হারপালপুর থানার কুইয়ান খেদা গ্রামের জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সেই সময় অটোর মধ্যে ছিলেন একজন মহিলা ও তাঁর ছেলে এবং বাইক চালাচ্ছিলেন অন্য একজন। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই ৩ জন।
আরও পড়ুন: অতিমারির মাঝেই চোখ রাঙাচ্ছে টম্যাটো ফ্লু, আক্রান্ত ৮০
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালি এলাকার রূপাপুর মোড় থেকে একটি টেম্পো যাত্রী নিয়ে হরপালপুরের দিকে যাচ্ছিল। সামনে থেকে আসা একটি ডাম্পার ট্রাক টেম্পো ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ৩ জন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।