ভাইরাল খবর
স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? বাসর রাতেই মৃত্যু নব দম্পতির

বেঙ্গল এক্সপ্রেস: বাসর রাতে পাঠানো হয়েছিল বর ও বধুকে কিন্তু ভাগ্যের কি পরিহাস পরের দিন সকালে তাদের মৃতদেহ বের করা হয়েছে ঘর থেকে। ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে, দুজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। পুলিশ সূত্রে খবর যে, ২২ বছরের ছেলে প্রতাপ যাদব এবং ২০ বছরের মেয়ে পুষ্পার ৩০ শে মে বিয়ে হয় তাদের। বিয়ে সম্পূর্ণ হলে তাদেরকে বাসর রাতে পাঠানো হয়। কিন্তু পরের দিন সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় ঘর থেকে।
আরও পড়ুন-খুন করে জেলে যাবার দশ বছর পর আশ্চর্যজনকভাবে দেখা বাবা ও ছেলের
সকাল থেকে অনেক বার ডাকাডাকি করার পরও যখন দরজা খোলেনি তখন আত্মীয়-স্বজনদের সন্দেহ শুরু হয়। এবং দরজা ভেঙে ঘরের ভিতরে গেলে তাদেরকে দেখতে পায় যে তারা মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়না তদন্তে রিপোর্ট অনুযায়ী এসিপি প্রশান্ত বর্মা বলেছেন যে, হার্ট অ্যাটাক কে মৃত্যু হয়েছে ওই নব দম্পতির। একই চিতায় দাহ করা হয়েছে নব বড় বধূকে সেখানে উপস্থিত ছিলেন গ্রাম সহ অন্যান্য গ্রামের লোকেরাও।