দেশের খবর
অতিমারির মাঝেই চোখ রাঙাচ্ছে টম্যাটো ফ্লু, আক্রান্ত ৮০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শেষ হয়েও যেন কিছুতেই শেষ হতে চাইছে না করোনা অতিমারি। মহামারীর মারণ ছোবলে বিপর্যস্ত জনজীবন ধীরে-ধীরে চেষ্টা করছে সবকিছু স্বাভাবিক করার। আর ঠিক সেই সময়ে গোদের উপর বিষফোঁড়ার মতো নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে টম্যাটো ফ্লু (Tomato Flu)।
জানা গিয়েছে, বাংলার প্রতিবেশী রাজ্য কেরলের একাধিক শিশুর শরীরে মিলেছে বিরল এই টম্যাটো ফ্লু’র উপসর্গ। রাজ্যের কোল্লাম জেলায় অন্তত ৮০ জন শিশু টম্যাটো ফ্লু জ্বরে আক্রান্ত। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে।
টম্যাটো ফ্লু আসলে কী? এটি হল একধরণের বিরল ভাইরাল জ্বর। যা টম্যাটো ফ্লু নামেও পরিচিত। এই রোগে আক্রান্ত হলে আক্রান্ত রোগীর দেহে যে সমস্ত উপসর্গ লক্ষ্য করা যায় সেগুলি হল, সারা শরীরজুড়ে লাল-লাল র্যাশ, ফুসকুড়ি বেরোতে দেখা যায়। এছাড়াও গায়ে-হাতে পায়ে অসহ্য ব্যাথা যন্ত্রণা। বমিবমি ভাব, জ্বর আসা, মাথা ব্যাথা প্রভৃতি উপসর্গগুলি হল এই টম্যাটো ফ্লু’র লক্ষণ। তবে ঠিক কীভাবে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে তা এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে রোগের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা।
আরও পড়ুন: বাঘের মুখে একরত্তি, সন্তানকে বাঁচাতে সাহসী পদক্ষেপ মায়ের
কারা সবথেকে বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে? কেরল রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের Kollam জেলায় সবথেকে বেশি টম্যাটো ফ্লু’তে আক্রান্তের হদিশ মিলেছে। এই জেলার ৮০ জন শিশু এই রোগে আক্রান্ত। যাদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নীচে বলে জানানো হয়েছে। শুধু কোল্লাম জেলা নয়, দক্ষিণের এই রাজ্যের Aryankavu, Anchal এবং Neduvathur জেলাতেও টম্যাটো ফ্লু’র হদিশ মিলেছে।
কীভাবে মুক্তি মিলবে এই রোগের হাত থেকে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ভাইরাল রোগ থেকে রেহাই পাওয়ার জন্য নিজেকে সবসময় হাইজিন মুক্ত থাকতে হবে। সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা দরকার।
আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও মেলেনি রেহাই, করোনা আক্রান্ত বিল গেটস
আক্রান্ত রোগীদের পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলে হবে। জ্বর বেশিদিন ধরে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।