ভোট পরবর্তী হিংসার অভিযোগ, প্রতিবাদে রাজপথে BJP
Connect with us

মহানগর

ভোট পরবর্তী হিংসার অভিযোগ, প্রতিবাদে রাজপথে BJP

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে পথে BJP। সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়ে তা যাবে রাণি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে যোগ দিতে রাজ্যের অন্যান্য জেলা থেকে সকাল থেকেই আসতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা।

এদিকে বিভিন্ন জেলা থেকে আগত বিজেপি কর্মী সমর্থকদের জন্য বিশ্রাম ও খিচুড়ি-আলু পটলের তরকারি খাবারের আয়োজন করা হয়েছে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে। হাওড়া ব্রিজ লাগোয়া সিপিটি কোয়াটারে রাজ্য কমিটির সদস্য উমেশ রায়ের নেতৃত্বে আয়োজন করা হয়েছে।

‘এই মিছিলকে পরীক্ষার মতো করে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত এক পক্ষ কাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সফর করেছেন তিনি। হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া থেকে দুই মেদিনীপুরে সভা, বৈঠক, মিছিল করেছেন সুকান্ত মজুমদার।

Advertisement

আরও পড়ুন: অর্জুন সিং পাট শিল্পের জন্য কিছু করতে পারলে ভালোই হবে, মন্তব্য তৃণমূল সাংসদের

শুধু তাই নয়, পায়ের নিচের মাটি শক্ত রাখতে রাজ্যের অন্যান্য নেতাদেরও পাঠিয়েছেন জেলায় জেলায়। লক্ষ্য ছিল সোমবারের মিছিল সফল করা। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ”আমরা এই মিছিলে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে জোর দিয়েছি। সব জেলাকেই টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। কর্মী, সমর্থকরা আসবেন। তবে তৃণমূল যে ভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে অনেকেই বাধার মুখে পড়তে পারে, আমরা তার মোকাবিলা করেই মিছিল করব।”

আরও পড়ুন: টানা ৪০ দিনের লড়াই শেষ, বগটুই হত্যাকাণ্ডে মৃত আরও ১

Advertisement

শুধু সোমবারের মিছিলই নয়, আগামী কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা যায় তৃতীয় বার বিপুল জনসমর্থন নিয়ে ফের কুর্সিতে তৃণমূল। সেই সময় থেকেই বাংলা-জয়ের স্বপ্ন দেখা বিজেপি ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলে। এখনও সেই সন্ত্রাস চলছে বলে দাবি করেই ২ মে সোমবারের মিছিল। সোমবার মিছিল শেষে রানি রাসমণি রোডে একটি জনসভাও রয়েছে বিজেপির তরফে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.