বাংলার খবর
Dooars: পুজোর আগে সুখবর কর্মচারীদের জন্য, ১০ বছর পর খুলছে বন্ধ চা-বাগান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কর্মীদের জন্য সুখবর। পুজোর আগেই খুলছে বাগান। বরাবর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ডুয়ার্সের বন্ধ রেডব্যাংক চা বাগান। রাজ্য সরকারের উদ্যোগে দশ বছর পর খুলতে চলেছে এই বাগান।
এদিকে পুজোর আগেই বাগান খোলার খবরে খুশির হাওয়া ডুয়ার্সে। জানা গিয়েছে, ২০১২ সালে শেষবারের মতো বন্ধ হয়েছিল রেডব্যাংক চা বাগান। এরপর থেকে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বন্ধ রয়েছে রেডব্যাংক চা বাগান। যার ফলে কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় ১২০০ জন শ্রমিক, যার মধ্যে স্থায়ী শ্রমিক সংখ্যা ছিল ৫৯৯ জন। বাগান বন্ধ থাকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন অনেক শ্রমিক। এমনকি অর্ধ অনাহারে মৃত্যু হয়েছিল বহু শ্রমিকের। যার ফলে বারবার বিতর্ক তৈরী হয়েছে এই বাগান নিয়ে।
আরও পড়ুন:Hooghly News: জীব সেবাই পরমধর্ম, ৭৮-এর বিড়াল দাদুকে চেনেন তো…
এই বন্ধ রেডব্যাংক চা বাগানে এসেছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী এবং আমলা। তৎকালীন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রাজ্যের একাধিক মন্ত্রীর আনাগোণা ছিল এই চা বাগানে । এমনকি বীরপাড়াতে ভোট প্রচারে এসে জনসভায় বন্ধ বাগান খোলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এরপরেও খোলেনি বাগান।
আরও পড়ুন: টিনের বাড়িতে বাস, এখনও অন্যের জমিতে ক্ষেত মজুরি করে সংসার চালান তৃণমূলের পঞ্চায়েত প্রধান!
এদিকে বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুর শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অগাস্ট মাসের ১১ তারিখ থেকে খুলে যাবে ডুয়ার্সের বন্ধ রেডব্যাংক চা বাগান। সেই সঙ্গে খুলবে সুরেন্দ্রনগর চা বাগান। তবে এই দিনের বৈঠকে অন্য কোনও শ্রমিক সংগঠনের নেতৃত্বদের ডাকা হয়নি বলে সূত্রের খবর।