অর্জুন সিং পাট শিল্পের জন্য কিছু করতে পারলে ভালোই হবে, মন্তব্য তৃণমূল সাংসদের
Connect with us

রাজনীতি

অর্জুন সিং পাট শিল্পের জন্য কিছু করতে পারলে ভালোই হবে, মন্তব্য তৃণমূল সাংসদের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  গত কয়েক দিন ধরে বাংলার পাট শিল্পের ভবিষ্যৎ নিয়ে বেসুরো হতে দেখা গিয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-কে। এবার ”অর্জুন সিং যদি পাট-শিল্পের জন্য কিছু করতে পারে সেটা তো ভালোই।” বললেন শ্রীরামপুরের তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং গত কয়েকদিন ধরে একটু বেসুরো।পাটশিল্পকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি কেন্দ্রের পাট নীতির সমালোচনা শোনা গিয়েছে তাঁর মুখে। ঘটনায় ড্যামেজ কন্ট্রোল করতে তড়িঘরি ব্যারাকপুর  এই সাংসদকে দিল্লিতে তলব করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। 

রবিবার এক সাংবাদিক বৈঠকে অর্জুন সিং কী তৃণমূলে ফিরতে পারেন? এই প্রশ্নের জবাবে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ”অর্জুন সিং কোন দলে যাবে, কি যাবে না তাতে তৃণমূল কংগ্রেসের কিছু এসে যায় না। অর্জুন অর্জুনের মত কথ বলছে। আমরা আমাদের মত কাজ করছি। অর্জুন সিং যদি করতে পারে করবে পাট শিল্পের উন্নয়ন সেতো ভালোই, খারাপ কি? ও আসবে কি আসবে না সেটা আমি কি করে বলব আমি তো গনৎকার নই। আর দল ঠিক করবে কি করবে না করবে।” 

আরও পড়ুন: দিদির সঙ্গে মোদির আন্ডারস্ট্যান্ডিং ভালো: অধীর চৌধুরী

Advertisement

এদিন শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজেপি মিথ্যা অপবাদ দেবার জন্য অপপ্রচার করে চলেছে। কলকাতার একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি লেখা ব্যানার টাঙানো প্রসঙ্গে বলেন। বিজেপি বলেছিল, আবকি বার দোশো পার। কি হল সবাই দেখেছেন। আসলে বিজেপি যে ভাবে লজ্জাজনক হার হেরেছে তাতে মুখ দেখাতে পারছে না। ওদের উচিত গলাম গামছা দিয়ে ক্ষমা চাওয়া। নিজেরা হিংসা করছে। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অনেক ভালো আছে। অনেক তো চেষ্টা করছে রাজ্যপাল সহ কি হয়েছে। শুধু পোস্টার দিচ্ছে আর মিছিল করছে। এরা মানুষের কোনও কাজ করে না। দিলীপ ঘোষতো বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হবে।” 

আরও পড়ুন: শ্রমেই কর্মের সার্থকতা, মে দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

দিল্লীতে আইনজীবিদের মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ”একটা সরকার এসেছে মানুষের বিশাল সমর্থন নিয়ে। তুমি তাকে ৩৫৬ করে দেবে। আসলে এরা শিক্ষা নেয়নি। এদের নাটের গুরু হল রাজভবনে বসে আছে জগদীপ ধনখর। ও নিজেও জানে হবে না, তাও নিজেও তো আইনজীবী করে দেখাক না।”ব 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.