রাজনীতি
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বর্ষপূর্তি, ‘মা-মাটি-মানুষকে’ উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে এদিন সকলকে পাশে থাকার জন্য এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর এই (২০২১) দিনে তৃতীয়বারের জন্য বাংলার মসনদ দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে মা-মাটি-মানুষকে দিনটিকে উৎসর্গ করেছেন তৃণমূল নেত্রী।
এদিন টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ” গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা- মাটি- মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্র্য়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।”
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার অভিযোগ, প্রতিবাদে রাজপথে BJP
তিনি আরও বলেন, ”আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা।”
আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি 'মা-মাটি-মানুষ দিবস' বলে অভিহিত হোক।
জয় হিন্দ, জয় বাংলা।( ৩/৩)— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
অন্যদিকে, তৃণমূলের বর্ষপূর্তির দিনেই বাংলায় গণতন্ত্র ফেরানোর দাবিতে পথে নামল গেরুয়া শিবির। সোমবার রাজ্যে ভোট পরবর্তী ‘সন্ত্রাসের বর্ষপূর্তি’ এই অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামেন দিলীপ ঘোষ-সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়। তা যাবে রাণি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে এদিন।
মা- মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্র্য়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।( ২/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2022
এই মিছিলে যোগ দিতে রাজ্যের অন্যান্য জেলা থেকে সকাল থেকেই আসতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। রাণি রাসমনি অ্যাভিনিউতে মিছিল শেষ হওয়ার পর সেখানে বক্তব্য রাখবেন বিজেপি নেতারা।
আরও পড়ুন: সময় হয়েছে জনতার কাছে যাওয়ার, নতুন দল গড়ছেন পিকে
রবিবার কলকাতার জায়গায় জায়গায় তৃণমূল সরকারের বর্ষপূর্তিকে কটাক্ষ করে ব্যানার দিয়েছে বিজেপি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিজেপির ওই ব্যানারে তৃণমূল সরকারের বর্ষপূর্তিকে কটাক্ষ করে ভোট পরবর্তী ‘সন্ত্রাসের বর্ষপূর্তি’ বলেও উল্লেখ করা হয়েছিল।