বন্যা কবলিত অসমে মহারাষ্ট্রের বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী, হোটেলে ধর্না তৃণমূলের
Connect with us

দেশের খবর

বন্যা কবলিত অসমে মহারাষ্ট্রের বিধায়কদের নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী, হোটেলে ধর্না তৃণমূলের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বন্যা বিধ্বস্ত অবস্থা উত্তর-পূর্বের রাজ্য অসমের। দিন যতই যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে এই রাজ্যের বন্যা পরিস্থিতি। বিপদ সীমার উপর দিয়ে বইছে অসমের পাঁচটি বড় নদীর জল।

বন্যার কারণে অসমের লাখ-লাখ মানুষ ঘরছাড়া, বিপর্যয় অবস্থা। সেদিকে কোনও ভ্রুক্ষেপই নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। তিনি ব্যস্ত রয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা দলের বিদ্রোহী মন্ত্রী এবং বেসুরো বিধায়কদের যত্নআত্তিতে। এবার সেই অভিযোগে গুয়াহাটির র‍্যাডিস ব্লু হোটেলের বাইরে ধর্নায় বসলেন তৃণমূলের সদস্যরা।

অসমের তৃণমূল নেতা রিপুন বরা বলেন, ”গত ২৪ ঘণ্টায় আমাদের রাজ্যে চার শিশু-সহ আরও ১২ জনের বন্যায় মৃত্যু হয়েছে। নতুন করে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ আমাদের রাজ্যের রাজকোষের টাকা খরচ করে মুখ্যমন্ত্রী হিমন্ত মহারাষ্ট্রের বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করছেন।” অসমের সম্পদ খরচ করে বিজেপি বিধায়ক কিনে মহারাষ্ট্রে সরকার গড়তে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

Advertisement

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত অসম, ক্ষতিগ্রস্ত ৩০ লাখের বেশি মানুষ!

বিজেপি সূত্রের খবর, উদ্ধব ঠাকরের সরকারের পতনের পর শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১৯-এর বিধানসভা ভোটের পর এনসিপি প্রধান শরদ পওয়ারের বিদ্রোহী ভাইপো অজিত পওয়ারের সমর্থন পেয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। অজিত হন উপমুখ্যমন্ত্রী। এ বার সেই ‘মডেল’ অনুসরণ করতে চাইছে বিজেপি।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ক্লাইম্যাক্স আসন্ন! শঙ্কিত শিবসেনাকে গুরুত্বপূর্ণ বার্তা সঞ্জয় রাউতের

Advertisement

প্রসঙ্গত, এনসিপি পরিষদীয় দলে ভাঙন ধরাতে ব্যর্থ হয়ে ফের শরদের শিবিরে ফিরেছিলেন অজিত। ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন দেবেন্দ্র। অন্য দিকে, অসমের বন্যা পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। সে রাজ্যে মৃতের সংখ্যা ছুঁয়েছে ১০০-র উপরে। ৩৪টি জেলা এখনও জলের তলায়। মানুষ যে সরকারি সাহায্য নেবে তারও উপায় নেই। অসমের প্রায় সমস্ত সরকারি অফিস জলের তলায় ডুবে গিয়েছে। প্রবল এই বন্যা পরিস্থিতির কারণে সেখানে ক্ষতিগ্রস্ত প্রায় ৪৭ লাখ ৭২ হাজার ১৪২ জন মানুষ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.