তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা, টুইট করে স্পষ্ট করলেন কারণ
Connect with us

দেশের খবর

তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা, টুইট করে স্পষ্ট করলেন কারণ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তৃণমূল কংগ্রেস ছেঁড়ে দিলেন TMC-এর সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে হঠাৎ কেন তিনি তৃণমূল ছাড়ছেন, সেই জল্পনাও স্পষ্ট করলেন।

তিনি বলেন, ”এখন সময় এসেছে বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করার। তাই দল থেকে সরে দাঁড়ালাম। বিরোধি শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। তাই এই সিদ্ধান্ত”। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন।

এদিকে রামনাথ কোবিন্দের পর কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই করতে প্রথম দফাতেই গত ১৫ জুন ধাক্কা খেয়েছে বিরোধী শিবিরগুলি। বিরোধি দলগুলির তরফে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে NCP সুপ্রিমো শরদ পাওয়ারের নাম উঠে আসলেও তিনি তা প্রত্যাখান করেছেন। এরপর নাম প্রস্তাব করা হয় বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর। তাঁর থেকেই আরও ভালো কেউ জাতির সেবা করতে পারবেন বলে তিনিও এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। যার ফলে সোমবার গোপালকৃষ্ণ গান্ধীর প্রত্যাখানের পর উঠে আসে যশবন্ত সিনহার নাম।

Advertisement

https://twitter.com/YashwantSinha/status/1539107126026584064?s=20&t=RUct-vqh19RwJepA62UYtg

আরও পড়ুন: ৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী

উল্লেখ্য, আজই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দিল্লিতে অবিজেপি দলগুলির বৈঠকে বসার কথা। তৃণমূলের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে যশবন্ত সিনহার এই ট্যুইট নিঃসন্দেহে তাত্‍পর্যপূর্ণ। সম্ভবত আজকের বৈঠকের পরই বিরোধীরা নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবেন।

Advertisement

অন্য দিকে, রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন তা নিয়ে আজই দলের সংসদীয় বোর্ডের বৈঠক রয়েছে বিজেপি-র। সেই বৈঠকের পরই এনডিএ জোটের প্রার্থীর নাম ঘোষণা করে দেবে তারা।

আরও পড়ুন: একই পরিবারের আত্মঘাতী ৯ জন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধি- তিন জনই রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে নারাজ হওয়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছিল বিরোধী শিবির। এর পরেই যশবন্ত সিনহার নাম নিয়ে চর্চা শুরু হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সহ- সভাপতির পদে ছিলেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.